সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

শিশুকে মোবাইল নয়, বই ও কলম দিন : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০১:৩৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০১:৩৫:৫৯ পূর্বাহ্ন
শিশুকে মোবাইল নয়, বই ও কলম দিন : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন হয়েছে। রবিবার সকালে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ উপলক্ষে ওইদিন সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমর কুমার পাল, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ম্যানেজার মো. শামসুল আলম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ও শেখ উম্মে মহুয়া। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে অবশ্যই তার পরিবারকে সকল কর্মে সচেতন থাকতে হবে। জন্মের পর থেকে প্রতিটি শিশুর শিক্ষা শুরু হয়ে যায়। তারা যা দেখে, শুনে, স্পর্শ করে সবই তার শিক্ষার অংশ। পিতা-মাতারা যদি রাত জেগে মোবাইল ব্যবহার করেন, তবে ওই শিশুও তাই করবে। মোবাইলে আসক্ত হয়ে উঠবে পরিবারের অজান্তে। তিনি বলেন, শিশুকাল থেকে শিশুকে মোবাইল নয়, শিক্ষার অংশ হিসাবে তার হাতে বই ও কলম তোলে দিন। পরিবারের শিশুদের সামনে ভাল ভাল কাজগুলো করুন, শিক্ষণীয় আলোচনা করুন। তার শিক্ষার অগ্রগতিতে কাজে লাগবে। নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হলে দেখবেন বড়দের কথা শিশুরা অবশ্যই মেনে চলবে। তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে বই পড়া কর্মসূচি হাতে নিয়েছি। যেসব শিশুরা ভাল বই পড়বে তাদেরকে পুরস্কৃত করবো। আমরা সকল বয়সের মানুষকে পাঠ্যভাস গড়ে তোলার চেষ্টা করছি। একই সাথে বিতর্ক প্রতিযোগিতার ও আয়োজন করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স