সুনামগঞ্জ , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক নিরাপদ হবে কবে? গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধন করলেন দুই শিক্ষার্থী সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারী নিহত দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত জামালগঞ্জের ৬ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে সমালোচনা বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে : আনিসুল হক হাওরের উন্নয়নে সঠিক পরিকল্পনা চাই: সালেহিন চৌধুরী শুভ ১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত ব্রিটিশ আমলে নির্মিত সাচনা বাজারের হাসপাতাল চালুর দাবি অদম্য মেধাবী অর্পা’র স্বপ্নযাত্রা কি থেমে যাবে? গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে : প্রধান উপদেষ্টা সাগরপথে ইউরোপে যান সবচেয়ে বেশি বাংলাদেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থী’দের বিক্ষোভ জগন্নাথপুরে ৩ আসামি গ্রেফতার হাওরে পানি নেই, সংকটে কৃষি ও মৎস্য সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিভে গেল আরও এক শিক্ষার্থীর জীবন প্রদীপ খেলাধুলাই পারে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে : কয়ছর এম আহমদ
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

শিশুকে মোবাইল নয়, বই ও কলম দিন : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০১:৩৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০১:৩৫:৫৯ পূর্বাহ্ন
শিশুকে মোবাইল নয়, বই ও কলম দিন : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন হয়েছে। রবিবার সকালে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ উপলক্ষে ওইদিন সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমর কুমার পাল, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ম্যানেজার মো. শামসুল আলম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ও শেখ উম্মে মহুয়া। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে অবশ্যই তার পরিবারকে সকল কর্মে সচেতন থাকতে হবে। জন্মের পর থেকে প্রতিটি শিশুর শিক্ষা শুরু হয়ে যায়। তারা যা দেখে, শুনে, স্পর্শ করে সবই তার শিক্ষার অংশ। পিতা-মাতারা যদি রাত জেগে মোবাইল ব্যবহার করেন, তবে ওই শিশুও তাই করবে। মোবাইলে আসক্ত হয়ে উঠবে পরিবারের অজান্তে। তিনি বলেন, শিশুকাল থেকে শিশুকে মোবাইল নয়, শিক্ষার অংশ হিসাবে তার হাতে বই ও কলম তোলে দিন। পরিবারের শিশুদের সামনে ভাল ভাল কাজগুলো করুন, শিক্ষণীয় আলোচনা করুন। তার শিক্ষার অগ্রগতিতে কাজে লাগবে। নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হলে দেখবেন বড়দের কথা শিশুরা অবশ্যই মেনে চলবে। তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে বই পড়া কর্মসূচি হাতে নিয়েছি। যেসব শিশুরা ভাল বই পড়বে তাদেরকে পুরস্কৃত করবো। আমরা সকল বয়সের মানুষকে পাঠ্যভাস গড়ে তোলার চেষ্টা করছি। একই সাথে বিতর্ক প্রতিযোগিতার ও আয়োজন করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়ক নিরাপদ হবে কবে?

সড়ক নিরাপদ হবে কবে?