সুনামগঞ্জ , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা

বিপিএলে কমছে পারিশ্রমিক, সর্বোচ্চ ৬০ লাখ টাকা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৪ ০১:০০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৪ ০১:০০:৪৫ পূর্বাহ্ন
বিপিএলে কমছে পারিশ্রমিক, সর্বোচ্চ ৬০ লাখ টাকা
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হবে। হাতে মাত্র এক সপ্তাহের মতো সময় থাকলেও এখনও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অনেক কিছু বাকি থাকলেও ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণের কাজ অনেকটাই এগিয়ে গেছে। কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে পড়ছেন, সেটাও প্রায় চূড়ান্ত। আরও কিছু বিষয় নিশ্চিত হওয়ার পরই পারিশ্রমিক ও খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, ছয়টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমের তুলনায় এবার কমেছে পারিশ্রমিক। গত মৌসুমে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা, সর্বনি¤œ ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার কিছুটা কমে সর্বোচ্চ ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনি¤œ ৫ লাখ টাকার ক্যাটাগরিতে টাকার অংক বাড়ানো হয়েছে। এই ক্যাটাগরিতে ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা। ‘এ’ থেকে ‘এফ’ এই ছয়টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের গ্রেডিং করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা সর্বোচ্চ ৬০ লাখ টাকা পাবেন। এরপর ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক না হলেও জানা গেছে, স্থানীয় ক্রিকেটাদের সঙ্গে বিদেশিদের খুব বেশি তফাৎ থাকবে না। গত আসরে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৭০ হাজার ডলার থেকে শুরু হয়েছিল। ‘এ’ ক্যাটাগরি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল এটি। ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরি ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি ৩০ হাজার ও ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারদের ২০ হাজার ডলার পারিশ্রমিক। এদিকে সরাসরি চুক্তি ও রিটেইন লিস্টের ক্রিকেটারদের পারিশ্রমিক ড্রাফটের বাইরে থাকবে। দুই পক্ষ আলোচনার মাধ্যমে পারিশ্রমিক ঠিক করবেন। সেটি অবশ্য বিসিবিকে জানাতে হবে। তবে এখনও প্লেয়ার্স রিটেইনশন পলিসি, অ্যাভেইলেবিলিটি, ডিরেক্ট সাইনিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিপিএল গভর্নিং কাউন্সিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য