সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সাইন্স এন্ড লেটার গার্লস স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০১:৫৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০১:৫৩:৩৪ পূর্বাহ্ন
সাইন্স এন্ড লেটার গার্লস স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সাইন্স এন্ড লেটার গার্লস স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) ছাতকের জাউয়াবাজারে প্রতিষ্ঠানটির বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করেন ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়। বিজ্ঞানমেলাকে কেন্দ্র করে পুরো কলেজ ক্যা¤পাস সাজসাজ রবে মুখর হয়ে ওঠে। ক্ষুদে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত চমৎকার সব বিজ্ঞানপ্রকল্প প্রদর্শনীতে উপস্থাপন করে। প্রকল্পের কোনো কোনোটিতে পাওয়া যায় শিক্ষার্থীদের উচ্চমানের সৃজনশীলতার স্বাক্ষর। বিজ্ঞান মেলা পরিদর্শন শেষে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায় বলেন, সাইন্স এন্ড লেটার গার্লস স্কুল এন্ড কলেজ দক্ষিণ ছাতকের আধুনিক নারী শিক্ষায় ব্যাপক ভূমিকা রেখেছে তার প্রমাণ আজকের এই মেলায় ফুটে উঠেছে। আমি আশা করবো তারা যেন তাদের এই অগ্রগতি না থামায়। এসময় তিনি ক্ষুদে বিজ্ঞানীদের প্রশংসা করে আরও বলেন, এধরনের প্রকল্প যারা বানিয়েছে, উপযুক্ত পরিবেশ পেলে ভবিষ্যতে তারা বিজ্ঞান গবেষণায় মৌলিকত্বের স্বাক্ষর রাখবে। তাছাড়া তারা যে প্রজেক্টগুলো উপস্থাপন করেছে সেখান থেকে অনেক কিছু জানার রয়েছে। আমাদের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবন ও চেষ্টার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শুধু পাঠ্যবই নয় বরং বইয়ের বাইরের বিচিত্র বিষয় নিয়েও উদ্ভাবনী চিন্তা করতে হবে। তোমরা আজকের ক্ষুদে বিজ্ঞানী কিন্তু আগামীর সম্ভাবনা। আগামীর প্রযুক্তিনির্ভর পৃথিবীকে তোমরাই নেতৃত্ব দেবে। তিনি আরও বলেন, আমি আশা করবো তারা যেন ভবিষ্যতে উপজেলা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে তাদের কাজের স্বাক্ষর রাখে। এতে যতটুকু সহায়তা প্রয়োজন আমরা তাদের করবো। এছাড়াও বক্তব্য রাখেন আইডিয়াল এডুকেশন ট্রাস্টের সভাপতি এ এফ এম শফিকুর রহমান অ্যাডভোকেট, সাধারণ স¤পাদক কবির আহমদ ও সদস্য আছাদুর রহমান আছাদ। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাহেদা আক্তার মুন্নী, সহকারী শিক্ষক ইকবাল আহমদ, আনকার আলী, মতিউর রহমান প্রমুখ। এদিকে শিক্ষার্থীদের নজরকাড়া সব প্রকল্প মধ্যে ছিল ট্রাফিক টার্বাইন, ল্যা¤প পোস্ট, সুইচ ছাড়াই ট্রেন চলাচলের সিগন্যাল, অবসটেইক্যাল অ্যাভয়ডিং রোবট কার, স্মার্ট ডাস্টবিন, অটোমোটিক রেইন ডিটেকটর, ব্লাইন্ড স্টিক ইত্যাদি। মেলায় ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। ৮টি গ্রুপে মোট ১২টি প্রজেক্ট মেলায় অংশ নেয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স