হত্যা মামলায় শমসের মবিন কারাগারে
- আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৮:২৩:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৮:২৩:১৮ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
যুবদল নেতা শামীম হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি শুক্রবার (১৮ অক্টোবর) এই আদেশ দেন। ওইদিন দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শমসের মবিন চৌধুরীকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস। পরে আদালত তা মঞ্জুর করেন।
বৃহ¯পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ