সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা চাই : জেলা প্রশাসক সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিতে জনসভা প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মদ জব্দ আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার : উপদেষ্টা আসিফ পথে যেতে যেতে : পথচারী সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের সুনামগঞ্জ গড়তে চাই - জেলা প্রশাসক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ছাতক-দোয়ারাবাজারে লিচুর বাম্পার ফলন, চাষীদের মুখে হাসি জেলা জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ সেলিনা হায়াৎ আইভী কারাগারে ধানের পর খড়ের জন্য কৃষকের ব্যস্ততা সংগ্রহ হবে আড়াইশ কোটি টাকার গো-খাদ্য সুরমা গিলছে বসতভিটা-কৃষিজমি আতঙ্কে মাছিমপুর গ্রামের মানুষ জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনফর আলী গ্রেফতার হাওরের সমস্যা সমাধানে স্থায়ী উদ্যোগ নেয়া হবে : যুগ্ম সচিব আব্দুল্লাহ আল আরিফ আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপি’র সদস্য হতে বাধা নেই : রিজভী দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্বম্ভরপুর ইউএনও’র পদত্যাগ দাবিতে লংমার্চ

কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদলের ৩৮ টিম

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৯:২৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৯:৩৪:৫৫ পূর্বাহ্ন
কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদলের ৩৮ টিম
সুনামকণ্ঠ ডেস্ক :: শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে ৩৮টি টিম গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় এবং জেলা ও মহানগর শাখার অধীনস্থ সকল কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই টিম গঠন করা হয়েছে। সংগঠনের একজন কেন্দ্রীয় সহসভাপতি এবং দুইজন যুগ্ম সম্পাদক নিয়ে প্রতিটি টিম গঠিত হয়েছে। বৃহঃপতিবার (১৭ অক্টোবর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ছাত্র রাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তন এবং সারাদেশের শিক্ষার্থীদের বাংলাদেশি জাতীয়তাবাদ ও অসম দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের এই টিমগুলো নিরলসভাবে কাজ করে যাবে। জানা গেছে, এই কার্যক্রমটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এছাড়া মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম স¤পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক স¤পাদক আমানউল্লাহ আমান। ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা ও খুনি হাসিনার পতনের পর আগামী দিনে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার, মানবাধিকার, সামাজিক সুবিচারভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই গণমানুষের প্রত্যাশা। সেই নতুন দিনের বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সামষ্টিক আকাক্সক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা স¤পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, শিক্ষাঙ্গনে কাঠামোগত পরিবর্তন, নারী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের প্রতিবন্ধকতা ও তাদের রাজনীতিতে অনাগ্রহসহ সামগ্রিক বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখার অধীনস্থ সকল কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক টিম গঠন করা হয়েছে। মোট ৩৮টি টিম গঠিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিটি টিম একজন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও দুই জন যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ে গঠিত হয়েছে। ইতিবাচক ও প্রগতিশীলতার নতুন ভোরের আলোকে সারাদেশের শিক্ষার্থীদের বাংলাদেশি জাতীয়তাবাদ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জাতীয়তাবাদী ছাত্রদলের এই টিমগুলো নিরলসভাবে কাজ করে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি