সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ছয় দাবিতে সব পলিটেকনিক ‘কমপ্লিট শাটডাউন’ মানবিক করিডোর’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সরেজমিন খরচার ও দেখার হাওর, ইবার ফসল বালা অইছে

গাজার অর্থনীতি আগের অবস্থায় ফিরতে ৩৫০ বছর লাগবে : জাতিসংঘ

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০১:০৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০১:০৫:২২ পূর্বাহ্ন
গাজার অর্থনীতি আগের অবস্থায় ফিরতে ৩৫০ বছর লাগবে : জাতিসংঘ
সুনামকণ্ঠ ডেস্ক :: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী ও বিধ্বংসী সামরিক অভিযান চলছে গাজায়। এতে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ফিলিস্তিনের এই উপত্যকাটি। এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে গাজার অর্থনীতিও। আর এই অর্থনীতি যুদ্ধের আগের অবস্থায় ফিরতে ৩৫০ বছর সময় লাগবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সোমবার (২১ অক্টোবর) প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যদি আগামীকাল যুদ্ধ শেষ হয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি হামলার আগের অবস্থায় ফিরে যায়, তবু গাজার বিধ্বস্ত অর্থনীতিকে আগের দুর্বল অবস্থায় ফেরাতে ৩৫০ বছর লাগতে পারে। কারণ হিসেবে তারা বলেছে, যুদ্ধ শুরুর আগে থেকেই গাজার অর্থনৈতিক কর্মকা- ছিল দুর্বল। সেখানে জ্বালানি, বিদ্যুৎ ও পানির তীব্র ঘাটতি ছিল। ২০০৭ সালে গাজার ক্ষমতা দখল করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই ইসরায়েল ও মিসরের আরোপিত অবরোধের অধীনে ছিল গাজা। পূর্ববর্তী চারটি যুদ্ধ এবং হামাস ও পশ্চিম তীরে পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে বিভেদও গাজার অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছিল। বর্তমান যুদ্ধে ইসরায়েলি বাহিনী পুরো অঞ্চল জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গাজার সব এলাকা বিধ্বস্ত হয়েছে। রাস্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। পুনর্নির্মাণ শুরুর আগে পচা লাশ এবং অবিস্ফোরিত গোলাবারুদের মধ্যে থাকা ধ্বংসস্তূপগুলো সরিয়ে ফেলতে হবে। এতেও প্রায় ১৪ বছর সময় লাগবে বলে আগেই জানিয়েছিল জাতিসংঘ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর যদি গাজা ২০০৭-২০২২ অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় চলতে শুরু করে, সে ক্ষেত্রেও ২০২২ সালপূর্ব (যুদ্ধ-পূর্ব) জিডিপি (গড় প্রবৃদ্ধির হার ০.৪ শতাংশ ধরে) পুনরুদ্ধার করতে উপত্যকার বাসিন্দাদের ৩৫০ বছর লাগবে। এরপরেও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাথাপিছু জিডিপি ক্রমাগত এবং দ্রুতগতিতে হ্রাস পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন প্রতিবেদনের জবাবে বলেন, হামাস তাদের লোকদের দখলে রাখলে গাজার মানুষের জন্য কোনও ভবিষ্যৎ নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া

সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া