সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ

ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতির আসনে বসাবো : সারজিস আলম

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৪:১৪ পূর্বাহ্ন
ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতির আসনে বসাবো : সারজিস আলম
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ স¤পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে দুই ধরনের বক্তব্য দিয়ে পদে থাকার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছেন রাষ্ট্রপতি। দেশের যেসব মানুষ গণঅভ্যুত্থান ঘটিয়েছেন, তারা এই ধরনের কথা শুনতে চায় না। ফ্যাসিস্টের কোনও দোসরের রাষ্ট্রপতির দায়িত্ব পালনের কোনও অধিকার নেই। কোনও অপশক্তি রাষ্ট্রপতিকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, অনেক পুলিশ সদস্য গণঅভ্যুত্থানের চেতনা ধারণ না করে কোনও কোনও দলের হয়ে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করেছেন। এক দল ক্ষমতায় এসে বাকি দলকে শোষণ করবে, এমন বাংলাদেশ আমরা চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখার জন্য দেশের কিছু রাজনৈতিক দল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৬ বছর ধরে সংসদ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় বৈধতা দিয়েছে। কাজেই বিগত তিনটি সংসদের সব সদস্য ফ্যাসিবাদের দোসর। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার করে বলেছি, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতির পদত্যাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, কোনও অপশক্তি রাষ্ট্রপতিকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না। সেজন্য গত দুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমরা একাধিকবার আলোচনায় বসেছি। আজও একটি দলের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সময়ে সব রাজনৈতিক দলের সমর্থন নিয়ে ফ্যাসিস্টের দোসর যিনি দেশের সর্বোচ্চ পদে বসে আছেন তাকে সরিয়ে একজন ব্যক্তিত্বস¤পন্ন মানুষকে রাষ্ট্রপতির আসনে বসাবো। যিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশের জনগণকে তাদের প্রত্যাশার জায়গায় নিয়ে যাবেন। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স