সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের

জাগো, শোষণ-নির্যাতনের সূতিকাগার গুঁড়িয়ে দাও

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১২:৩৫:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১২:৩৫:৪৮ পূর্বাহ্ন
জাগো, শোষণ-নির্যাতনের সূতিকাগার গুঁড়িয়ে দাও
গণমাধ্যমে অবিরাম একের পর এক ভয়ঙ্কর সব লুটপাটের খবর ছাপছে, একবারেই অবিশ্বাস্য সব খবর। এই গত সোমবার (২৮ অক্টোবর ২০২৪) দৈনিক কালের কণ্ঠের একটি সংবাদশিরোনাম ছিল, ‘শুধু সিঙ্গাপুরই নয়, পাচারের টাকায় বিশ্বের ধনীদের তালিকায় সামিটের আজিজ’। বলা হয়েছে, “ভাই আওয়ামী লীগের দলীয় শীর্ষ ফোরাম প্রেসিডিয়ামের মেম্বার ও প্রভাবশালী মন্ত্রী। বলা যায়, ক্ষমতার একদম শীর্ষবিন্দুতে অবস্থান। বাড়তি পাওনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ¯েœহ আর আশীর্বাদ। আর এতেই দুই হাতে টাকা কামিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাহারানো আওয়ামী লীগ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খান। গত ১৫ বছরে এই ক্ষমতার ঢাল ব্যবহার করে তিনি শুধুই তরতর করে ওপরে উঠেছেন। সরকারি বিভিন্ন দপ্তরের হাজার হাজার কোটি টাকার কাজ, সরকারি কেনাকাটা, পণ্য ও সেবার সরবরাহ করে সবাইকে পেছনে ফেলে ধনী থেকে আরো ধনী হয়েছেন। বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান সামিট গ্রুপের মালিক মুহাম্মদ আজিজ খানের পরিচিতি এখন শুধু বাংলাদেশের ধনী হিসেবেই নয়; বরং তিনি এখন সিঙ্গাপুরেরও অন্যতম সেরা ধনী ব্যক্তি।” অপরদিকে গত ক’দিন আগে পত্রিকায় খবর বেরিয়েছে দেশে চরম দারিদ্রের মধ্যে বাস করছেন ৪ কোটির অধিক সংখ্যক মানুষ। রাগে-দুঃখে শরীর-মন অবশ হয়ে যায়, যেখানে হাতপা ছুঁড়ে একটা কীছু বাঁধিয়ে দেওয়ার কথা, যেমন বৈষম্যবিরোধী ছাত্রজনতা সহ্য করতে পারেননি একটা কীছু করেছেন। তবে সেটা যেমন-তেমন একটা কীছু নয়, সেটা ছিল সত্যিকার অর্থেই বৈষম্য¯্রষ্টা ক্ষমতাসীন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটি অভ্যুত্থান। উপর থেকে নিচের মহল পর্যন্ত যে যেখানে পেরেছে সেখানেই অর্থ আত্মসাতের সঙ্গে নিজেকে নির্দ্বিধায় জড়িয়ে ফেলেছে। সমাজ নিয়ন্ত্রক রাজনীতিক সমাজের একটি বিশ্বাসঘাতক অংশের সিন্ডিকেট উন্নয়ন কিংবা সেবার নামে তলে তলে চালিয়েছে সম্পদ আহরণের মচ্ছব। নিতান্ত কম সংখ্যায় ক্ষেত্রবিশেষে সাধারণ মানুষের প্রতিবাদ-প্রতিরোধের মুখে পড়লেও কোথাও কোনও রাষ্ট্র-সরকার সংশ্লিষ্ট প্রশাসনিক প্রতিরোধের সম্মুখিন হতে হয়নি দেশের সম্পদ লুটেরাদের, বরং তারা আনুকূল্য লাভ করেছে প্রশাসনের, আইন তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। প্রকারান্তরে তারা প্রশাসনের পতাকার তলে বসেই ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করেই লুটপাটের কারবার করেছে, নির্বিঘেœ সম্পদ সরিয়েছে বিদেশে। প্রশাসনের সর্বত্র তথাকথিত শুদ্ধারের চাদরের নিচে অশুদ্ধাচারের চর্চা তথা সম্পদ আত্মসাতের সাধনায় প্রতিনিয়ত নিরত থেকেছে তারা। তাদের প্রভুত্বের পদতলে পিষ্ট হয়েছে প্রশাসনের ভেতরের ও প্রশাসনের বাইরের ক্ষমতাহীন মানুষেরা। আসলে একটি কাঠামোগত সহিংসতার অপ্রতিরোধ্য ও প্রবল আধিপত্য তারা গড়ে তোলতে সক্ষম হয়েছে সমগ্র সমাজসাংস্থিতিক পরিসরে, যা এখনও প্রবলাকারে বহাল আছে। এর বিরুদ্ধে জনগণের উত্থান সম্ভব না হলে সাধারণ মানুষের উন্নয়নের পরিকল্পনা ধনীদের ধনসঞ্চয়ের প্রকল্পে পর্যবসিত হবে, অনিবার্যভাবে বার বার। সমাজের অধিপতি শ্রেণি ও তাদের সাঙ্গপাঙ্গরা যারা বিগত দেড় দশক রাষ্ট্রক্ষমতায় আসীন ছিল তারা দেশটাকে মগের মুল্লুক বানিয়ে কেবল লুটপাট করেছে। দেশের উন্নতির কথা তাদের মাথায় ছিল না, উন্নয়ন পরিকল্পনা তারা সাজিয়েছে লুটপাট করার দুরভিসন্ধি মাথায় রেখে। প্রকৃতপ্রস্তাবে বিগত কয়েক দশক ব্যাপী নেওয়া সকল উন্নয়ন পরিকল্পনা অর্থআত্মসাৎ করার পরিকল্পনা ভিন্ন অন্য কীছুই ছিল না। যার ফলে বাংলাদেশে উন্নয়নকাজের খরচ গিয়ে ঠেকেছে অন্য কোনও দেশের তুলনায়, কেউ কেউ বলেন, ক্ষেত্রবিশেষে ১০ গুণেরও বেশি। যেমন তারা রূপপুর পারমাণবিক প্রকল্পে একটা বালিশ দুতলায় তোলার পারিশ্রমিক ধরেছে ৫ হাজার টাকারও বেশি। স্বাভাবিক বুদ্ধির যে-কোনও মানুষ এই খরচকে প্রকৃতপক্ষে যা খরচ হওয়া উচিত তার চেয়ে পাঁচ হাজার গুণ বেশি বলেই ধরে নেবেন। জানা যায়, সুনামগঞ্জের হাসপাতালে এক বছরে ফটোস্ট্যাটের বিল উঠেছে লক্ষাধিক টাকা। আর এইসব অবিশ্বাস্যরকমের ভুয়া বিলকে অনুমোদন করেছে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। আর বেশি কীছু বলতে চাই না। বলতে শুরু করলে মহাভারত তৈরি হবে বটে, কিন্তু বোধ করি সেটা কোনও কাজের কাজ হবে না। কেবল বলি, এই শোষণের প্রক্রিয়া, এই নির্যাতনের সূতিকাগারÑ এই কাঠামোগত সহিংসতাকে রুখে দিতে হবে। তা না হলে শোষণ ও নির্যাতনের নিয়তিকে মেনে নিয়ে কাপুরুষের মতো শয়তান শোষকশ্রেণির পদতলে পিষ্ট হতে হতে বেঁচে থাকতে হবে। পরিশেষে কথা একটাই, জাগো মানুষ, এই শোষণ-নির্যাতনের সূতিকাগার গুঁড়িয়ে দাও। সকল সামাজিক, রাজনীতিক ও আর্থনীতিক বৈষম্যের নিরসন করো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল