সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার
জামালগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের গণসমাবেশ

প্রতিটি সেক্টরে আলেম-উলামাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০৯:১৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০৯:১৬:০২ পূর্বাহ্ন
প্রতিটি সেক্টরে আলেম-উলামাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে
স্টাফ রিপোর্টার :: স্বৈরাচার শেখ হাসিনার সরকারের দীর্ঘ শাসনামলে দেশের সবগুলো অঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ ও প্রশাসনের সকল স্তরে নির্লজ্জভাবে দলীয়করণ ও আত্মীয়করণ করা হয়েছে। গত ১৫ বছরে বিচারবহির্ভূত প্রতিটি হত্যার বিচার করতে হবে। এমতাবস্থায় সকল অঙ্গনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে তার কাক্সিক্ষত গন্তব্যে নিয়ে যেতে আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি সেক্টরে আলেম-উলামাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আপনাদের এলাকার সন্তান, দেশ বিদেশের পরিচিত মুখ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক আজিজ আপনাদের আশা আকাক্সক্ষা পূরণে কাজ করে যাবেন। বৃহঃপতিবার দুপুরে (৩১ অক্টোবর) জামালগঞ্জ উপজেলা জমিয়তের আয়োজনে উপজেলার সাচনা বাজারের ঐতিহাসিক বটতলায় গণসমাবেশের অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা জমিয়তে শাখা সভাপতি মাওলানা শায়খ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আলতাফুর রহমান ও মাওলানা মাছরুফ আহমদের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ এখলাছুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্মমহাসচিব ও সুনামগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়ত সেক্রেটারি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা খুরশেদ আলম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা কাউসার আহমদ, মাওলানা ত্বাহা হোসাইন, খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবর, ইসলামী আন্দোলন জামালগঞ্জ উপজেলা সভাপতি মুফতী তৌহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স