সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার দাবি

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:৩০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:৩০:৪০ পূর্বাহ্ন
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার দাবি
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট অঞ্চলের প্রবাসীদের দুর্ভোগ লাঘবে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার পাশাপাশি অন্যান্য বিদেশি ফ্লাইট চালু করার দাবি জানানো হয়েছে। গত শুক্রবার বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই দাবি তুলে ধরেন। দীর্ঘ ২২ বছর ধরে এ দাবি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ ও সিলেটের সর্বস্তরের জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ দান, অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট চালু, ওসমানী বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ দ্রুত সম্পন্ন করা, বিমান যাত্রীদের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি জানিয়ে ‘সিলটী আওয়াজ’ এবং ক্যা¤েপইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সিলটী আওয়াজের আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামেমাত্র আন্তর্জাতিক। পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকার পরও এখানে অন্যান্য দেশের ফ্লাইট ওঠানামার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সিলেট অঞ্চলের বিদেশযাত্রীদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। সেই সঙ্গে সিলেট বিদ্বেষী চক্র বাংলাদেশ বিমানে ভাড়ার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে প্রবাসী যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। এ দেশের ছাত্র-জনতা যেমন সকল বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তেমনি সিলেটবাসীকেও ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। বক্তারা বলেন, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে প্রতি সপ্তাহে বেশ কয়েকটি বিদেশি ফ্লাইট নিয়মিত ওঠানামা করছে। অথচ সিলেটে বিগত ২২ বছরে বিদেশি কোনো ফ্লাইট ওঠানামা করতে দেওয়া হয়নি। লন্ডন-সিলেট রুটে সিলেট গেলে ১২শ পাউন্ড আর একই ফ্লাইটে ঢাকা গেলে ৮০০ পাউন্ড বিমানের ভাড়া নেওয়া হয়। ২০২০ সালে ঢাকায় শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ তিন বছরে শেষ হলেও সিলেট ওসমানী বিমানবন্দরের কাজ সিকিভাগ স¤পন্ন হয়েছে। সিলেটবাসীর প্রতি এ বৈষম্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা। সেই সঙ্গে বক্তারা সিলেটের বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ প্রদান, ঢাকা-চট্টগ্রামের মতো সিলেট-আখাউড়া নতুন ডবল রেললাইন নির্মাণ এবং সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেনের কাজ দ্রুত স¤পন্ন করার দাবি জানান তাঁরা। সিলটী আওয়াজের সদস্যসচিব সাংবাদিক এম এ মতিনের সঞ্চালনায় ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, প্রবাসীসহ বর্তমানে সিলেটবাসীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। যা অনতিবিলম্বে বাস্তবায়িত না হলে এ অঞ্চলে শান্তিপূর্ণভাবে বসবাস করা কঠিন হয়ে পড়বে। এসব দাবি আদায়ে নিজ নিজ অবস্থান থেকে সংশ্লিষ্ট সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সিলটী আওয়াজ কুয়েত কমিটির আহ্বায়ক হাজী শওকত আলী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সুজনের সিলেট জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, এফবিসিসিআই পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মুফতি আতাউর রহমান চৌধুরী, গণদাবি পরিষদের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি বদরুল আহমদ চৌধুরী, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির যুগ্ম স¤পাদক সৈয়দ বদরুল আলম, চট্টগ্রাম-সিলেট ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কাপ্তান হোসেইন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স