সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার

জেলা বিএনপি’র নতুন কমিটি গঠন আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১১:১১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ০১:০৭:২২ অপরাহ্ন
জেলা বিএনপি’র নতুন কমিটি গঠন আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ছবি: কলিম উদ্দিন আহমেদ মিলন।
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সুনামগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সাড়ে ৫ বছর পর পুরাতন কমিটি বিলুপ্ত করে ৩২ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সোমবার (৪ নভেম্বর) কয়েকটি জেলা ও মহানগরের সাথে সুনামগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ৪ নভেম্বর থেকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ঘোষিত সুনামগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন- ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইন উদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল, নাদের আহমেদ, আকবর আলী, অ্যাড. মাসুক আলম, আনিসুল হক, আব্দুল মোতালেব খাঁন, রেজাউল হক, আনছার উদ্দিন, শামসুল হক নমু, আ.ত.ম মিসবাহ, ব্যারিস্টার আবিদুল হক, ফারুক আহমেদ (দক্ষিণ সুনামগঞ্জ), সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক আহমদ (ছাতক), আব্দুর রহমান, নজরুল ইসলাম (সুনামগঞ্জ), কামরুল ইসলাম কামরুল, নাসিম উদ্দিন লালা, মো. মুনাজ্জির হোসেন সুজন, অ্যাড. জিয়াউর রহমান শাহিন, নজরুল ইসলাম (ছাতক), আব্দুল মুকিত, মো. শফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারি, সিরাজ মিয়া, নূর আলী, মো. আব্দুর রশীদ। এদিকে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে উল্লেখযোগ্য নেতাকর্মীর মধ্যে উচ্ছ্বাস লক্ষ করা গেছে। নেতাকর্মীদের একটা বড় অংশ মনে করেন কমিটিতে বিগত আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নেতৃবৃন্দকে মূল্যায়ন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এদিকে, নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন। নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী বলেন, ঘোষিত কমিটির তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী হয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যাঁরা রাজপথে ছিলেন, হামলা-মামলার শিকার হয়েছেন তাদেরকেই কমিটিতে স্থান দেয়া হয়েছে। আমার বিশ্বাস এই কমিটির মাধ্যমে আগামীতে বিএনপি আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে। জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, কমিটি তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী হয়েছে। এমন কমিটিতে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল ১৫১ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা বিএনপি কমিটির অনুমোদন দেয়া হয়। যে কমিটিতে দীর্ঘদিন সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা নূরুল ইসলাম নূরুল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স