সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের
কর্মস্থল রেখে বিদেশবপাড়ি

শতাধিক শিক্ষক চাকরিচ্যুত

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০২:৩৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০২:৩৪:৪৬ অপরাহ্ন
শতাধিক শিক্ষক চাকরিচ্যুত
পীর জুবায়ের :: দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এমন শতাধিক শিক্ষকদের প্রতি ব্যবস্থা নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এর মধ্যে ১১১ জনকে চাকরি থেকে অব্যাহতি, বিভাগীয় মামলা এবং কারণ দর্শানোর নোটিশও প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে সহকারী শিক্ষকদের পাশাপাশি প্রধান শিক্ষকরাও রয়েছেন। জানা গেছে, ছুটি নিয়ে বছরের পর বছর বিদেশে লাপাত্তা থাকা এবং কর্তৃপক্ষকে অবগত না করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় পাঠদানে বেগ পেতে হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। তবে বেশিরভাগ শিক্ষকই জমিয়েছেন বিদেশে পাড়ি। ফলে জেলার প্রাথমিক শিক্ষাখাতে দেখা দিয়েছে শিক্ষক সংকট। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, করোনার পর থেকে শিক্ষকদের অনুপস্থিতি বাড়লেও ২০২৩ সাল এবং চলতি বছরে এর হার ছিল বেশি। সূত্র জানায়, শান্তিগঞ্জ উপজেলার সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাজনীন ফেরদৌসী এবং সদর উপজেলার গুদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিদেশে চলে গেছেন। ফলে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও ছাতক উপজেলার বাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়াজ মোর্শেদ এবং দোয়ারাবাজার উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুন নাহারকেও দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। তথ্য বলছে, জেলার বিভিন্ন উপজেলার দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত থাকা ১১১ জন শিক্ষকের মধ্যে ৮৩ জনই ২০২৩ সাল থেকে অনুপস্থিত। এর মধ্যে দুই জন প্রধান শিক্ষক ছাড়া সবাই সহকারী শিক্ষক। তবে তাদের মধ্যে ৬২জন নারী শিক্ষক রয়েছেন। এদিকে, একই অভিযোগে চলতি বছরে ২৪জন নারী এবং ৪জন পুরুষ সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। তাদের মধ্যে ছাতক উপজেলার যুগলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌলী রানী পাল এবং জগন্নাথপুর উপজেলার শিরূন আফরিন দীর্ঘদিন যাবৎ কর্মস্থলে অনুপস্থিত। ফলে তাদের পদ শূন্য দেখিয়ে বিভাগীয় মামলার পাশাপাশি বাকিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। অন্যদিকে, শিক্ষকের অনুপস্থিতে পাঠদান ব্যাহত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন শিক্ষক এবং অভিভাবকরা। নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, দেশ ছেড়ে যে সকল শিক্ষকেরা বিভিন্ন কারণে বিদেশে থেকে যাচ্ছেন তারা তো চাকরি ছেড়ে যাচ্ছেন না। ফলে তাদের পদগুলো ফাঁকা দেখানো যায় না। এতে অবশ্যই প্রাথমিকে পাঠদান ব্যাহত হচ্ছে। এ বিষয়ে শিক্ষানুরাগী আছাদুর রহমান আছাদ বলেন, শিক্ষার প্রথম স্থরটাই হচ্ছে প্রথমিক শিক্ষা। শিক্ষকদের অনুপস্থিতিতে এখানে যদি শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় তাহলে তা পুরো জাতির জন্য নেতিবাচক দিক। আমরা আশা করবো অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাদের জায়গা পূরণ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাশ বলেন, দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে আমরা খুব কঠোর অবস্থানে রয়েছি। এরই মধ্যে অনেককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছি এবং বাকিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল