সুনামগঞ্জ , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরে যাচ্ছে কানাইখালী নদী জেলায় উৎপাদন হবে ৩২০ কোটি টাকার বাদাম ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম করল বখাটেরা ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউইয়র্কের গোলামি করার জন্য নয় : মামুনুল হক আন্তর্জাতিক সংস্থা আইএসএইচআর-এ নিয়োগ পেলেন হাসান হামিদ সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১

অটোরিকসা চাপায় শিক্ষক নিহত বিচারের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৮:৫০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৮:৫০:১৬ পূর্বাহ্ন
অটোরিকসা চাপায় শিক্ষক নিহত বিচারের দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পিটিআইয়ের প্রশিক্ষণার্থী শিক্ষক রাজীব চৌধুরীকে ‘হত্যাকারী’ অটোরিকসা চালক হুমায়ুনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। রবিবার দুপুরে সুনামগঞ্জ পিটিআই সড়কের সামনে প্রশিক্ষণার্থী শিক্ষকসহ প্রাথমিক শিক্ষকবৃন্দ এই কর্মসূচি পালন করেন। তারা অটোরিকসা চালক হুমায়ুনকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন। অটোরিকসা চালককে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়া শিক্ষক সমাজ অবস্থান নিয়ে কর্মসূচি পালনকালে চরম যানজট দেখা দেয়। তখন পুলিশ ও সেনাবাহিনী এসে শিক্ষকদের বিচারের আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়। তবে এসময় শিক্ষকরা অনিবন্ধিত অটোরিকসা বন্ধেরও দাবি জানান। উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে সুনামগঞ্জ পিটিআই সড়কের সামনে প্রশিক্ষণার্থী শিক্ষক রাজীব চৌধুরীকে অটোরিকসা চাপা দেয়। তাৎক্ষণিকভাবে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট রেফার করা হয়। সিলেট থেকে এয়ার এম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে গত ৮ নভেম্বর আইসিইউতে মারা যান রাজীব চৌধুরী। তার মৃত্যুর পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা গাড়ি চালক হুমায়ুনকে গ্রেপ্তারের দাবি জানান। শিক্ষক রাজীব চৌধুরীর মৃত্যুতে ক্ষুব্ধ প্রাথমিক প্রশিক্ষণার্থী শিক্ষকরা রবিবার দুপুরে পিটিআই সড়কের সামনে প্রতিবাদী কর্মসূচি শুরু করেন। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় তীব্র যানজট দেখা দেয়। এসময় পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করেন। ক্ষুব্ধ শিক্ষকরা ২৪ ঘণ্টার মধ্যে অটোরিকসাচালক হুমায়ুনকে গ্রেফতারের দাবি জানান। প্রশাসন বিচারের আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি সমাপ্তি করেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক নেতা গিয়াস উদ্দিন, হারুন রশিদ, রানা তালুকদার, আতাউর রহমান তালুকদার, আরতি রানী তালুকদার, আবুল কালাম আজাদ, রোকসানা ইয়াসমিন, বাদল তালুকদার, বিপ্লব চন্দ্র দাস, সাদিয়া ইসলাম মৌ, বিবেকানন্দ দাস, ইজ্জত আলী প্রমুখ। শিক্ষক নেতা হারুন রশিদ বলেন, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি রাজীব চৌধুরী শান্তশিষ্টভাবে রাস্তা পাড়ি দিচ্ছিলেন। তিনি রাস্তার সাইডেও ছিলেন। হঠাৎ বেপরোয়া অটোরিকসা এসে তাকে চাপা দেয়। এটি একটি খুন। একজন সম্ভাবনাময় শিক্ষককে খুন করেছে বেপরোয়া চালক। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। আমরা এই দাবিতে প্রতিবাদী কর্মসূচি পালন করেছি। প্রশাসন আশ্বাস দিয়েছেন খুনিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবেন। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি সমাপ্ত করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স