সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ

বিষমিশ্রিত খাদ্যের ধীর বিষক্রিয়া থেকে মানুষকে রক্ষা করুন

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:২৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:২৯:১৪ পূর্বাহ্ন
বিষমিশ্রিত খাদ্যের ধীর বিষক্রিয়া থেকে মানুষকে রক্ষা করুন
বিষমিশ্রিত খাদ্যের ধীর বিষক্রিয়া থেকে মানুষকে রক্ষা করুন সংবাদে প্রকাশ, ‘কক্সবাজারের হোটেল-মোটেল জোন ও সৈকত এলাকায় সারি সারি শুঁটকির দোকানে সব সময় লেগে থাকে ক্রেতাদের ভিড়। পর্যটকেরা অনেক সময় না জেনেই তড়িঘড়ি করে রাসায়নিক দেওয়া শুঁটকি কিনে প্রতারিত হন। আবার দেশি শুঁটকি ভেবে অনেকে কেনেন বাইরে থেকে আমদানি করা ভেজাল ও নি¤œমানের শুঁটকি।’ আমাদের দেশে খাদ্যদ্রব্যে মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানোর প্রবণতা আছে। খাদ্যদ্রব্যকে দীর্ঘ দিনব্যাপী তাজামতো, দেখতে ভালো অবস্থায় রাখার জন্যে ব্যবসায়ীরা এমন করেন। তা যে- কারণেই তাঁরা এটা করে থাকুন না কেন এটা খাদ্যসামগ্রীতে বিষ মেশানোর সামিল এবং প্রকারান্তরে জনস্বাস্থ্যের জন্যে ভয়াবহ রকমের ক্ষতিকারক। এর ফলে মারাত্মক ক্যানসারসহ বিভিন্ন দুরারোগ্য রোগে মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। কিন্তু ব্যবসায়ীদের এই অপকর্মকে কার্যত নির্মূল করার কোনও কার্যকর প্রচেষ্টা সরকার পক্ষ থেকে করা হয় না। তার প্রমাণ হলো রাস্তার দুপাশের ফল দোকানের ফরমালিন মেশানো ফলগুলো অবাধে বিক্রি হচ্ছে। আমাদের দেশেই এমন হয়, বিদেশে সচরাচর এমনটা দেখা যায় না। তাঁরা এতোটাই স্বাস্থ্যসচেতন। সরকারের উচিত এইসব ব্যবসায়ীদেরকে ফরমালিন মেশনো ফল বিক্রি করতে বিরত করা এবং মাইকিং করে সকল জনসাধারণকে এইসব ফল কিনতে বারণ করা। চিকিৎসকদের উচিত মাঝে মাঝেই জনসাধারণের মাঝে এইসব জনস্বাস্থ্যবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে প্রচারে নামা। তাছাড়া জনগণকে বিষাক্ত খাদ্যদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকার জন্যে সরকারি হাসপাতালগুলোর পক্ষ থেকে জনগণকে সতর্ক করার ব্যবস্থা করে প্রতিপন্ন করা যে, এই সতর্কীকরণও চিকিৎসার একটি অপরিহার্য অংশ। কিন্তু এমনসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে সচরাচর দেখা বা শোনা যায়নি। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকেও এ ব্যাপারে স্বতপ্রবৃত্ত হয়ে তৎপরতা প্রকাশে উৎসাহী হতে দেখা যায় না। এইভাবে এই দেশটাই বলতে গেলে একটি ধীরবিষক্রিয়ার (স্লোপয়জনিংয়ের) খপ্পড়ে পড়া প্রতিবন্ধী মানুষের দেশ হয়ে পড়েছে। কতিপয় ব্যবসায়ীর ব্যবসা করে বেঁচে থাকার অধিকার দিতে গিয়ে সমগ্র দেশের মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে রাখার কোনও অধিকার কারও নেই, সরকারেরও থাকতে পারে না। এমতাবস্থায় যে-কারও মনে হতে পারে, আমাদের দেশের স্বাস্থ্যব্যবস্থা দেশের মানুষকে বিষ খাইয়ে অসুস্থ করে সে-অসুস্থতার চিকিৎসা করে ঔষধ বিক্রয় করে মুনাফা লুটার ধান্দায় ব্যস্ত আছে এবং এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছে রাজনীতিক সমাজের ব্যবস্থাপত্রানুসারে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি করছি, এইভাবে ধীরবিষক্রিয়ার (স্লোপয়জনিংয়ের) কারণে স্বাস্থ্যক্ষতির ঝুঁকিতে পতিত দেশের মানুষকে রক্ষা করুন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স