সুনামগঞ্জ , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক নিরাপদ হবে কবে? গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধন করলেন দুই শিক্ষার্থী সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারী নিহত দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত জামালগঞ্জের ৬ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে সমালোচনা বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে : আনিসুল হক হাওরের উন্নয়নে সঠিক পরিকল্পনা চাই: সালেহিন চৌধুরী শুভ ১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত ব্রিটিশ আমলে নির্মিত সাচনা বাজারের হাসপাতাল চালুর দাবি অদম্য মেধাবী অর্পা’র স্বপ্নযাত্রা কি থেমে যাবে? গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে : প্রধান উপদেষ্টা সাগরপথে ইউরোপে যান সবচেয়ে বেশি বাংলাদেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থী’দের বিক্ষোভ জগন্নাথপুরে ৩ আসামি গ্রেফতার হাওরে পানি নেই, সংকটে কৃষি ও মৎস্য সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিভে গেল আরও এক শিক্ষার্থীর জীবন প্রদীপ খেলাধুলাই পারে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে : কয়ছর এম আহমদ

জগন্নাথপুরে না হলেও লন্ডন হচ্ছে রাধারমণ লোক উৎসব

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৭:২৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৭:২৪:১১ অপরাহ্ন
জগন্নাথপুরে না হলেও লন্ডন হচ্ছে রাধারমণ লোক উৎসব
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের প্রয়াত বৈষ্ণবকবি রাধাররমণ দত্ত পুরকায়স্থ-এর প্রয়াণ দিবসে প্রতি বছর ‘রাধারমণ উৎসব’ হলেও এবার এখনো হয়নি। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রতি বছরের ৯ ও ১০ নভেম্বর ২ দিনব্যাপী জগন্নাথপুর উপজেলা রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেশবপুর বাজার সংলগ্ন রাধারমণ কমপ্লেক্সের নির্ধারিত স্থানে রাধারমণ উৎসব অনুষ্ঠিত হতো। গত বছরও রাধারমণের ১০৮তম প্রয়াণ দিবসে রাধারমণ উৎসব হয়েছে। এবার রাধারমণের ১০৯তম দিবসে উৎসবের নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও উৎসব হচ্ছে না দেখে দেশ-বিদেশে থাকা সংগীতপ্রেমীদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এদিকে, রাধারমণের জন্মস্থান জগন্নাথপুরে এবার রাধারমণ উৎসব না হলেও লন্ডনে হতে যাচ্ছে রাধারমণ লোক উৎসব। আগামী ১৮ নভেম্বর রাতে পূর্ব লন্ডনের আইওন টিভির হলরুমে জগন্নাথপুরের কৃতী সন্তান যুক্তরাজ্য প্রবাসী সাংস্কৃতিকপ্রেমীদের নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ও রাধারমণ একাডেমি ইউকে এর যৌথ উদ্যোগে রাধারমণ লোক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রাধারমণ একাডেমি ইউকে’র সভাপতি জুবায়ের আহমদ হামজা, সহ-সভাপতি মির্জা জুয়েল আমিন, সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম বাবুল, জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নাম-পদবীসহ পোস্টারিং করা হয়েছে। রাধারমণ উৎসবে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আকাশ মাহমুদ, কল্পনা কলি, ইনা খান, দুর্বা দেব, সৈয়দ হাসান প্রমুখ। রাধারমণ লোক উৎসবটি সরাসরি সম্প্রচার করবে আইওন টিভি। অপরদিকে, নানা সমস্যা ও জটিলতার কারণে এবার রাধারমণের জন্মস্থান জগন্নাথপুরে এখনো উৎসব হয়নি। আদৌ হবে কি না এ নিয়েও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। জগন্নাথপুরের রাধারমণ ভক্ত সাংস্কৃতিকপ্রেমীদের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাধারমণ হচ্ছেন জগন্নাথপুরের ইতিহাসের অংশ। রাধারমণ উৎসব হচ্ছে জগন্নাথপুরের ঐতিহ্যের ধারাবাহিকতা। এবার বাৎসরিক নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও রাধারমণ উৎসব না হওয়ায় আমরা ব্যথিত হয়েছি। আমরা চাই রাধারমণ উৎসব হোক। ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকুক। রাধারমণের ইতিহাস আগামী প্রজন্ম জানুক। রাধারমণ কোন ব্যক্তি নন, তিনি নিজেই এক ইতিহাস। এশিয়া মহাদেশের ধামাইল গানের জনক রাধারমণ দত্ত। বাংলাদেশের গ-ি পেরিয়ে সারা বিশ্বে রাধারমণের পরিচিতি রয়েছে। রয়েছে রাধারমণের গানের ব্যাপক জনপ্রিয়তা। সেই ঐতিহাসিক ব্যক্তি বৈষ্ণবকবি শ্রী শ্রী রাধারমণ দত্ত পুরকায়স্থ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এ ইতিহাসটি আমরা জগন্নাথপুরবাসীকে বিশ্ব দরবারে গর্বিত করেছে। এবার নির্ধারিত তারিখে কেন রাধারমণ উৎসব হয়নি এবং আদৌ হবে কি না এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, সদস্য লিটন মিয়া, কামরুল হাসান তেরাই, তৈয়ব আলী, টুনু মিয়া, তুতা মিয়া ও রিপন মিয়া সহ কমিটির নেতৃবৃন্দরা জানান, গত প্রায় ৩০ বছর ধরে আমরা নিয়মিত রাধারমণ উৎসব করে আসছি। এবার অনিবার্য কারণে উৎসব পালনে বিলম্ব হওয়ার জন্য আমরা দেশ-বিদেশে থাকা সবার কাছে দুঃখ প্রকাশ করছি। যদিও তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আরো কিছুদিন বিলম্ব হতে পারে, তবে রাধারমণ উৎসব অনুষ্ঠিত হবে। এতে সকলের সহযোগিতা চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়ক নিরাপদ হবে কবে?

সড়ক নিরাপদ হবে কবে?