সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক
৬৫ বছর পূর্তি উপলক্ষে সভা

হাওরাঞ্চলে শিল্প, সাহিত্য, সংস্কৃতিচর্চায় পাবলিক লাইব্রেরি নিরলস ভূমিকা রাখছে

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৭:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৭:২৯:০৮ অপরাহ্ন
হাওরাঞ্চলে শিল্প, সাহিত্য, সংস্কৃতিচর্চায় পাবলিক লাইব্রেরি নিরলস ভূমিকা রাখছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আন্দোলনসহ সুকুমার বৃত্তি চর্চার প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির ৬৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লাইব্রেরির হলরুমে অনুষ্ঠিত সভায় প্রশাসনের কর্মকর্তারা, পাঠাগারের সদস্য, লেখক, গবেষক, কবিসহ পাঠাগারের শুভাকাক্সক্ষীরা অংশ নেন। জেলা প্রশাসক ও পাঠাগারের সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ড. মোহাম্মদ আলী খান। সভায় ড. মোহাম্মদ আলী খান বলেন, গৌরবের সাথে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে হাঁটি হাটি পা-পা করে আজ ৬৫ বছরে পৌঁছেছে। যুগের পর যুগ পারি দেওয়া এতোটুকু সহজ ছিলো না, আমি মনে করি সবার সহযোগিতা ও পরামর্শে নিয়েই এগিয়ে যাচ্ছে এই লাইব্রেরি। তিনি আরও বলেন, শুরুতে এর নাম ছিল সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নামকরণ হয় একজন বীর মুক্তিযোদ্ধার নামে, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার। তবে সঙ্গে ব্র্যাকেটে সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি যুক্ত ছিল। সর্বশেষ নামকরণ হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি। আমি মনে করি জগৎজ্যোতির নাম যুক্ত করে সকল মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, প্রফেসর পরিমল কান্তি দে, কবি ও গবেষক ইকবাল কাগজী, কবি সুখেন্দু সেন, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, মোরশেদ আলম, দৈনিক সুনামগঞ্জের খবর স¤পাদক পঙ্কজ কান্তি দে, আবুল হোসেন, সিদ্ধার্থ আচার্য প্রমুখ। বক্তারা বলেন, দুর্গম এই হাওরাঞ্চলে শিল্প, সাহিত্য, সংস্কৃতিচর্চায় নিরলস ভূমিকা রাখছে ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি। প্রতিষ্ঠানটিকে জাতির মনন গঠনের কাজে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আবু সুফিয়ান, প্রভাষক মশিউর রহমান, সাংবাদিক এআর জুয়েল, আমিনুল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স