সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

রাজনীতিকে ভয়ের সংস্কৃতিচর্চা থেকে বেরিয়ে আসতে হবে

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১২:১৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১২:১৭:২৫ পূর্বাহ্ন
রাজনীতিকে ভয়ের সংস্কৃতিচর্চা থেকে বেরিয়ে আসতে হবে
গণমাধ্যমে বলা হয়েছে, “দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিবের স্ত্রী ফাতেমা আক্তার রেখার নামে ৩০টি দলিলে রয়েছে অন্তত ৩৭ একর জমি। সব জমিই পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও পায়রা বন্দরের আশপাশে। কম করে হলেও এসব জমির মূল্য দেড়শ কোটি টাকা হবে। রেখা একজন কলেজ শিক্ষক হয়ে কীভাবে এত জমির মালিক হলেন তা স্থানীয়দের কাছে এক রকম রহস্য।” অভিজ্ঞমহল মনে করেন, গণমাধ্যমকথিত, ‘একজন কলেজ শিক্ষক হয়ে কীভাবে এত জমির মালিক হলেন তা স্থানীয়দের কাছে এক রকম রহস্য’ সম্পর্কে সাধারণ মানুষ অবগত নন বিষয়টা মোটেও সত্য নয়। তাঁরা জানেন কিন্তু নীরবে সহ্য করেন এবং মুখ খোলেন না। সিনেমায় এমন হতে দেখা যায়। প্রকাশ্য দিবালোকে শতজনের উপস্থিতিতে মাফিয়াচক্রের নিয়োজিত ঘাতক কাউকে খুন করে এবং অপরাধ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ পুলিশের কাছে তারা ‘দেখি নি’ বলে সরে পড়েন। কারণ তাঁরা জানেন মাফিয়াচক্রের কোপ হতে তাদেরকে রক্ষা করার কেউ নেই। বিদ্যমান প্রশাসন কিংবা সমাজ নিয়ন্ত্রক রাজনীতিক সমাজ সর্বাস্তৃত সহিংসতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এগিয়ে আসে না। এই সহিংসতা মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি করে চলেছে অব্যাহত গতিতে। এই কারণেই তাঁরা কলেজ শিক্ষিক রেখার এতো জমির (মূল্য ১৫০ কোটি টাকা) মালিক হওয়ার কারণের কথা জেনেও না জনার ভান করেন। বর্তমান সমাজসাংস্থিতিক পরিসরে আমাদের সমগ্র সমাজটার অবস্থা দাঁড়িয়েছে এমনি, সমাজটাই ভয়ে কুঁকড়ে আছে এবং রাজনীতিক সমাজ প্রতিনিয়ত এই ভয়ের চাষ করে চলেছে সমাজের পরতে পরতে। কেউই এগিয়ে আসছেন না, যাঁরা কীছু করার ক্ষমতা রাখেন। সমাজের ভেতরে ভয়ের সংস্কৃতির এইরূপ ভয়াবহ চর্চাকে তাত্ত্বিকরা কাঠামোগত সহিংসতা বলে অভিহিত করেছেন। এও এক ধরণের রাজনীতিÑ অনভিজাত (সংখ্যাগরিষ্ঠ সাধারণ শ্রমিক-কৃষক মেহনতি মানুষ) শ্রেণির মানুষের বিরুদ্ধে অভিজাত (সংখ্যালঘিষ্ঠ পুঁজিপতি ধনী লোকেরা) শ্রেণির মানুষের রাজনীতি। আমাদের দেশে ‘মানুষের ভয়’কে পণ্য করে ব্যবসা করার রাজনীতির অবসান চাই। তা-না হলে রাষ্ট্রক্ষমতায় আসীনরা এই ‘ভয়ের সংস্কৃতি’র বিকাশ সাধন করেই চলবেন এবং প্রকারান্তরে জনশোষণ ও জনগণের প্রতি সন্ত্রাসী আচরণ কীছুতেই বন্ধ হবে না, এমনকি একজন সাধারণ কলেজ শিক্ষক রেখার শতকোটি টাকার মালিক হওয়ার ‘অশুভ সম্ভাবনা’কে কীছুতেই ঠেকিয়ে রাখা যাবে না। সুতরাং রাষ্ট্রক্ষমতায় জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার রাজনীতিক কর্মসূচি বাস্তবায়ন করে সাধারণ মানুষকে ভয়মুক্ত করতে হবে। রাজনীতিক দলগুলোর মধ্যে সংসদ সদস্য পদের মনোনয়ন শোষক শ্রেণির প্রতিনিধির কাছে বিক্রি করে দিলে চলবে না এবং এমনকি রাজনীতিক দলগুলোকে বিদেশি স্বার্থনির্ভর নীতির তাঁবেদারি থেকে বিরত থাকতে হবে। রাজনীতি হতে হবে বিদেশের নয় দেশের স্বার্থনির্ভর। সোজা কথায় রাজনীতিকে ভয়ের সংস্কৃতিচর্চা থেকে বেরিয়ে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স