সুনামগঞ্জ , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরে যাচ্ছে কানাইখালী নদী জেলায় উৎপাদন হবে ৩২০ কোটি টাকার বাদাম ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম করল বখাটেরা ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউইয়র্কের গোলামি করার জন্য নয় : মামুনুল হক আন্তর্জাতিক সংস্থা আইএসএইচআর-এ নিয়োগ পেলেন হাসান হামিদ সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১

​পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০১:৪৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০১:৪৫:১৭ পূর্বাহ্ন
​পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
কোটা সংস্কার আন্দোলনের পর বিভিন্ন স্থানের ন্যায় সুনামগঞ্জে পরিচ্ছন্নতা ও ট্রাফিকের দায়িত্ব নিয়ে কাজ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও আনসার। বুধবার সকাল থেকে দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্ব ও পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করেছেন তারা।

বুধবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, জেলা আইনজীবী সমিতি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জেলা ও দায়রা জজ আদালতের সামনে, জেলা শিল্পকলা একাডেমির সামনে, কেন্দ্রীয় শহীদ মিনারে এবং শহরের রাস্তা-ঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

এদিকে, সুশৃঙ্খল যানবাহন চলাচলের সুবিধা তৈরি করতে শহরের ট্রাফিক পয়েন্টে শিক্ষার্থী ও আনসারগণ, কালীবাড়ি পয়েন্টে, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়, জামতলা পয়েন্টে, কোর্টের সামনের সড়কে, ওয়েজখালী এলাকাসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। 
সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী হাবিবা আক্তার জানান, আমাদের আন্দোলনের সফলতা আনতে সহপাঠী অনেকে শহীদ হয়েছেন। এই সফলতা ধরে রাখতে আমরা কাজ করছি এবং করবো।

নর্থ ইস্ট কলেজের আনিশা আক্তার জানান, আমরা শহরকে পরিচ্ছন্ন রাখতে চাই। দেশপ্রেমিক হিসাবে এই কাজ করতে আমাদের সাথে থেকে অনেকে প্রেরণা যোগাচ্ছেন। 

সরকারি এসসি গার্লসের শিক্ষার্থী ইন্দ্রাক্ষী জানান, দেশে শান্তি-শৃংখলা বজায় রাখা আমাদেরও দায়িত্ব।

সরকারি কলেজের অপর শিক্ষার্থী রাহি জানান, দেশে দ্রুত সরকার গঠন করে সচলতা আনতে জনগণসহ আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। 
ট্রাফিকের দায়িত্ব পালনকারী আনসার ফয়সল বলেন, আমরা আমাদের সাধ্যমত দায়িত্ব পালন করার চেষ্টা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স