সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ

ডাকুয়ার হাওরের ফসলের সুরক্ষায় প্রকল্পের দাবি কৃষকদের

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ১২:৫৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ১২:৫৫:১১ পূর্বাহ্ন
ডাকুয়ার হাওরের ফসলের সুরক্ষায় প্রকল্পের দাবি কৃষকদের
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও কাঠইর ইউনিয়ন নিয়ে বিস্তৃত ডাকুয়ার হাওরে ফসলরক্ষা বাঁধ না থাকায় প্রতি বছরই অরক্ষিত থাকে হাওরের প্রায় ১০০ হেক্টর জমি। তাই ফসলের নিশ্চয়তার জন্য ভৈষবেড়-মোহনপুর ও পৈন্দা-ভৈষবেড় বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন হাওরের কৃষকরা। ফসলরক্ষা বাঁধ নির্মাণের এই মওসুমে প্রকল্প দেওয়ার জন্য এবার দাবি তুলেছেন কৃষকরা। কৃষকরা জানান, ডাকুয়ার হাওরে দুটি ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ১০০ হেক্টর বোরো জমি রয়েছে। ডাকুয়ার হাওরে মোহনপুর, পৈন্দা, ভৈষবেড়, শাখাইতি, নোয়াগাঁও, গুলেরগাঁও, কাঠইর, কলাইয়া, শান্তিপুরসহ অন্তত ১০টি গ্রামের কৃষকরা বোরো চাষ করেন। সুরমা নদী পুরাতন সুরমা নদীতে পানি বাড়লেই নদীর তীর উপচে সহজে হাওরে পানি প্রবেশ করে ফসলহানির ঘটনা ঘটে। তাই কৃষকরা ফসলের সুরক্ষায় ভৈষবেড় থেকে মোহনপুর মাদরাসা পর্যন্ত ও বৈষভেড় থেকে পৈন্দা বাজার পর্যন্ত বাঁধ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এখানে দুটি বাঁধ হলে কখনো হাওরের ফসলডুবি ঘটবেনা বলে জানান তারা। গত বছর এসিল্যান্ড অফিস, কৃষি অফিস ও পানি উন্নয়ন বোর্ডের এসও আশরাফুল সিদ্দিকীও সরেজমিন গিয়ে বাঁধের প্রয়োজনীয়তা বিষয়ে মতামত দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক কারণে প্রকল্পটি বাঁধ পড়ে। বঞ্চিত থাকে ১০ গ্রামের মানুষ। এবার মওসুমের শুরুতে আবারও বাঁধের দাবি জানিয়েছেন কৃষকরা। তারা এ জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটির জেলা সভাপতি জেলা প্রশাসক ও সদর উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের প্রস্তুতি নিয়েছেন। মোহনপুর গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, ডাকুয়ার হাওরটি প্রতি বছর অরক্ষিত থাকে। আমরা বারবার দাবি জানালেও গত সরকার আমাদের দাবি শুনেনি। ভৈষবেড়-মোহনপুর ও ভৈষবেড় পৈন্দা পর্যন্ত বাঁধ দেওয়া হলে আমাদের ফসল সুরক্ষিত থাকবে। তাই এবার প্রকল্প দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাই। ইউপি সদস্য সফর আলী বলেন, ভৈষবেড়-মোহনপুর ও ভৈষবেড়-পৈন্দা পর্যন্ত বাঁধ দেওয়া জরুরি। এটি হলে ফসলের সুরক্ষার পাশাপাশি মানুষের নানামুখি উপকার হবে। সহজে হাওর থেকে ধান পরিবহনসহ যাতায়াতেরও সুবিধা হবে। তাই কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি এখানে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প দেওয়া হোক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স