সুনামগঞ্জ , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০১:০১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০১:০১:২৬ পূর্বাহ্ন
গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা
স্টাফ রিপোর্টার :: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ মুরাদ, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. মো. নাসিম উদ্দীন। এর আগে শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, আহতদের পক্ষে মোহাম্মদ শাহ রাকিব, গণঅভ্যুত্থানের যোদ্ধা অপি মিয়া, জহুর আলী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম। পরে গীতাপাঠ করেন অমিত চক্রবর্তী। এরপর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে শহীদ ও আহত দুটি পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এরপর জেলা প্রশাসনের পক্ষে স্মরণসভায় আগত সকলকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক অ্যাড. মো. শেরেনূর আলী প্রমুখ। সভায় বক্তারা, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর যারা হত্যাযজ্ঞ-হামলা চালিয়েছে তাদের শাস্তির দাবি জানান। সভা শেষে আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সুনামগঞ্জ জেলার ৩জন শহীদ ও ১৮৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স