সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক
দোয়ারাবাজারে কুরআন অবমাননার জেরে উত্তেজনা

বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, ১ জন গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৯:৪৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১১:৪৩:০৭ পূর্বাহ্ন
বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, ১ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: পবিত্র কুরআন অবমাননা করে ফেসবুকে কমেন্ট করায় দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের আকাশ দাস (২১) নামের এক যুবক আটক করেছে পুলিশ। এদিকে রাতের আকাশ দাশের বাড়ি ও আশেপাশের এলাকার বেশ কয়েক ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসের ফেসবুক একাউন্ট থেকে পবিত্র কুরআনকে অবমাননা করে করা একটি কমেন্ট মুর্হূতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। খবর পেয়ে পুলিশ আকাশ দাশকে আটক করে থানায় নিয়ে আসে। কুরআন অবমাননার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে উত্তেজিত সহ্রাধিক জনতা আকাশ দাশের শাস্তির দাবিতে দোয়ারাবাজার থানায় ফটকে বিক্ষোভ করে। এ সময় থানার সামনে আখড়া মার্কেটে হিন্দু সম্প্রাদায়ের দোকানে শাটার ভাঙচুর করা হয়। এতে বাজারের ৭টি দোকানের শাটারের আংশিক ক্ষতি হয়। এদিকে উত্তেজিত জনতার একটি অংশ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মংলারগাঁওয়ে আকাশ দাশের বাড়ি ও আত্মীয়স্বজনের ঘর ও দোকানপাটে হামলা চালায়। এতে আকাশ দাশের বাড়িসহ এলাকার ১১টি টিনের ঘরের দরজা জানালা, টিনের বেড়া ও আসবাবপত্রে আংশিক ভাংচুর করে। এছাড়াও হামলায় এলাকার তিনটি টং দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি পারিবারি মন্দিরের প্রতীমা ভাঙারও অভিযোগ পাওয়া যায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। হামলার ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রাদায়রর মধ্য আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাজনীত কারণে অনেকেই ঘরের দরজা বন্ধ করে অন্যত্র অবস্থান নিয়েছেন। আকাশ দাশের চাচাতো ভাই মানিক লাল দাশ বলেন, আকাশ যে কাজ করেছে সেটি অগ্রাহ্য। তাই তাকে আমরাই পুলিশে ধরিয়ে দিয়েছি। এখানে আমাদেরতো কোনো অপরাধ নেই, আমারদের উপর কেনো আক্রমণ হবে। সারারাত আতঙ্কে কেটেছে। পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের অভয় দিয়ে গেছেন। বলরাম দাশ বলেন, আমার দীর্ঘকাল ধরে হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করছি। যে অপরাধ করেছে তার সাঁজা হোক। কিন্তু সাধারণ মানুষের যাতে কোনো কষ্ট হয় না। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। অপরদিকে সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মপ্রাণ মুসলমান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। স্থানীয় ইউপি সদস্য রহমত আলী বলেন, উত্তেজিত জনতা হুজুগে এসে হামলা করেছে। যা উচিৎ হয়নি। প্রশাসন ও স্থানীয়রা মিলে পরিস্থিতি শান্ত করেছেন। আমরা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছি। এলাকার সম্প্রীতি কোনোভাবে বিনষ্ট হতে দেয়া যাবে না। আমরা চাই সবাই মিলেমিশে বসবাস করতে। পবিত্র কুরআনকে অবমানার দায়ে আকাশ দাসের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সাইবার সিকিউরিটি এক্টে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনা মোতায়েন করার কথা জানিয়ে পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বলেন, কোনোভাবেই সাম্প্রদায়িক উস্কানি টলারেট করা হবে না। ঘটনার পর পর জেলা প্রশাসক, সেনাবাহিনী প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আকাশ দাশের বাড়িসহ, মন্দির ও গুরুত্বপূর্ণ মোড়ে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। যে অপরাধ করবে তাঁকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স