সাবেক সচিব শাহ কামাল রিমান্ডে
- আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:০৯:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:০৯:৪৭ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালকে (৫৪) দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলম তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ আগস্ট ঢাকার মোহাম্মদপুরে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে তিন কোটি টাকা এবং বৈদেশিক মুদ্রার সন্ধান পাওয়ার ঘটনায় করা মামলা তাকে গ্রেফতার করে পুলিশ।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে প- করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ