সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:২৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:২৬:৩৮ পূর্বাহ্ন
যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” - এই প্রতিপাদ্যে এ বছর যৌথভাবে সরকারের সাথে দিবসটি উদযাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জ। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীরা। পরে দুর্নীতিবিরোধী মানববন্ধন হয়। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ মহিবুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত সিলেট বিভাগীয় কার্যালয়ের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি নাজনীন বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি নুরুর রব চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান। আলোচনা সভা ও মানববন্ধনে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দিবসটির প্রতিপাদ্যের দিকে আলোকপাত করে উল্লেখ করেন, দুর্নীতি প্রতিরোধ আগে নিজের পরিবার থেকে শুরু করতে হবে। পরিবারের সদস্যদের জানতে হবে অন্য সদস্যর আয়ের উৎস কি বৈধ বা তার দামি বাড়ি-গাড়ী কিসের মাধ্যমে আসছে। তরুণদের দুর্নীতির বিরুদ্ধে বেশি সোচ্চার হতে হবে এবং যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, রাষ্ট্র-সংস্কার ও জাতীয় রাজনৈতিক বন্দোবস্তের মূল অভীষ্ট হতে হবে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিচারহীনতার মূলোৎপাটন করা। এই অভীষ্ট অর্জনের লক্ষ্যে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের উপযোগী নিষ্কণ্টক পরিবেশ অপরিহার্য। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত তারা সাংবিধানিকভাবে প্রজাতন্ত্রের জনগণের কাছে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। শুধুমাত্র আর্থিক বিষয়ে নয়, বরং সেবার জন্য প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা, নিয়মের বেড়াজালে হয়রানি সৃষ্টি, ভুল ব্যাখ্যা প্রদান, আবেদন আমলে না নিয়ে দিনের পর দিন ফেলে রাখা, উন্নয়ন কর্মকা- ও দাপ্তরিক কাজে অবহেলাও দুর্নীতির অন্তর্ভুক্ত। আজকে আমরা এখানে যারা দপ্তর প্রধান উপস্থিত হয়েছি, আসুন শপথ নেই যে, জনসেবক হয়ে সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করবো। তাহলেই এ দিবস উদযাপন সফল হবে এবং আমরা দুর্নীতিমুক্ত সোনার বাংলা পাবো। তিনি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ আয়োজনের জন্য দুদক, সনাক, টিআইবি, দুপ্রক ও অংশগ্রহনকারী বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স