সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৮:১২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৮:১২:১৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার :: ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় পৌরমার্কেট এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ কুমার চাকমা। সুনামগঞ্জ ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সমন্বয়কারী মো. নজরুল ইসলামের সঞ্চলনায় সভায় আরও বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক এ.কে আজাদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আওলাদ হোসেন। মঞ্চে উপস্থিত ছিলেন ডাচবাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক গোলাম আজাদ, সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আব্দুর রব। অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জের জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। এতে সহযোগিতা করে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ওয়েল ফেয়ার সেন্টার, সুনামগঞ্জের ব্র্যাক অফিস। আলোচনা সভা শেষে সুনামগঞ্জ ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে সদর উপজেলার বাসিন্দা হাজেরা খাতুনের ছেলে লিবিয়া প্রবাসী সাহাত আলীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ ৩ লাখ টাকা প্রদান করা হয়। একই সাথে প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক মিনহাজ হোসেন ও আলমগীর হোসেনকে ঋণ প্রদান, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে প্রত্যাগত অভিবাসীর অর্থনৈতিক পুনরেকত্রিকরণের লক্ষ্যে ব্যবসায়িক সহযোগিতা হিসাবে ময়না বেগমকে ৮৫ হাজার টাকা ও সোয়েব আলমকে ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সভায় সুনামগঞ্জে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। জেলা জনশক্তি অফিসের পক্ষ থেকে সুনামগঞ্জে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী মো. সফির উদ্দিনের পক্ষে মো. শিহাব উদ্দিনকে এবং প্রবাসী মনোয়ার বেগমের পক্ষে আতিক তালুকদারকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, সুনামগঞ্জ ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক গাজী নাজমুল ইসলাম ও কাউন্সিলর মো. আওয়াল হোসেন, সুনামগঞ্জের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ নুর আলম, সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অফিসার মো. আইনুল ইসলাম ভূঁইয়া, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক¤িপউটার প্রশিক্ষক মো. আলমগীর কবিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিদেশে গমনেচ্ছুক নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন। অভিবাসী মেলায় ৯টি স্টল স্থাপন করা হয়। প্রবাসী কল্যাণ ব্যাংক, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ওয়েলফেয়ার সেন্টার, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ব্র্যাক অফিস, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তালহা ইন্টান্যাশনাল লি. ও মেসার্স আরাকান ইন্টারন্যাশনালের স্টল রয়েছে। র‌্যালি শেষে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া এবং অন্যান্য অতিথিরা স্টল পরিদর্শন করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া বলেন, অভিবাসী বাংলাদেশীরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে তথা দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন প্রভূত অবদান রাখছেন। যারা প্রবাসে গিয়ে উপার্জন করছেন, তাদের পাঠানো টাকায় রেমিট্যান্স বাড়ছে। তবে বিদেশ গমনেচ্ছুকদের অবশ্যই দক্ষ প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসে গেলে লাভবান হবেন। দক্ষতা অর্জন করে প্রবাসে গেলে নিজের এবং দেশের অর্থনীতির উন্নতি হবে। জেলা প্রশাসক আরও বলেন, আমাদের দেশ থেকে অন্য দেশে রপ্তানি করে দেশের উন্নয়ন করার মতো আমাদের গ্যাস নেই, তেল নেই, পর্যাপ্ত প্রাকৃতিক স¤পদ নেই। তাই কর্মদক্ষতা অর্জন করে বিদেশে যাওয়া উচিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল