সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার
মতবিনিময় সভায় শিল্পকলা একাডমির মহাপরিচালক

বৈষম্যহীন দেশ গড়তে মেধার মূল্যায়ন করতে হবে

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন
বৈষম্যহীন দেশ গড়তে মেধার মূল্যায়ন করতে হবে
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমদ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মেধার চর্চা করতে হবে, মেধার মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, সুষ্ঠু ধারার প্রতিযোগিতার মাধ্যমে আমাদের শিশুদের মেধাবী করে তুলতে হবে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের সঙ্গ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাচ্চাদের প্রশ্ন করতে শেখাতে হবে। প্রশ্ন করতে শিখলেই সাহসী হয়ে উঠবে। মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমদ আরও বলন, বিগত ১৫ বছর কেউ কোনো প্রশ্ন করতে পারেনি। ওই সময় প্রশ্ন করা বন্ধ ছিল। প্রশ্ন করলে আমি খুশি হবো। প্রশ্ন করলেই সমাধান বেরিয়ে আসবে। উপস্থি প্রশিক্ষক, নাট্যকারদের প্রতি আহ্বান জানিয়ে ড. সৈয়দ জামিল আহমদ বলেন, বাচ্চাদের পাঠ্যপুস্তক অনুযায়ী নাটক তৈরি করুন। যে তা জীবন ও বাস্তবমুখী হয়। তিনি বলেন, বাচ্চারা যেন উৎসাহ ও হৈহুল্লুরের মাধ্যমে শিখতে পারে। শুধু বাচ্চারা নয়, উদীয়মানদেরও খুজে বের করতে হবে। এসময় মহাপরিচালক শিল্পকলাকে জনবান্ধব করে তুলতে সবার প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, হাছন রাজা পরিষদের সভাপতি গবেষক ও লেখক দেওয়ান সাখাওয়াতুল রাজা চৌধুরী সামারিন, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত প্রমুখ। পরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমদ সুনামগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে শনিবার রাতে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হাছন রাজা ও মরমী সাধকদের স্মরণে লোকসংগীত অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স