সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

বাড়ছে সরিষা চাষ : হাওরে উৎপাদন হবে ৬৫ কোটি টাকার সরিষা

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৪১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৪১:৩৩ পূর্বাহ্ন
বাড়ছে সরিষা চাষ : হাওরে উৎপাদন হবে ৬৫ কোটি টাকার সরিষা
স্টাফ রিপোর্টার :: হাওরের জেলা সুনামগঞ্জ ধান ও মাছের জন্য বিখ্যাত। এই দুটি কৃষি পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ দেশ-বিদেশের চাহিদা মেটায়। তবে গত কয়েক বছর ধরে হাওরের এই জেলায় পরিত্যক্ত ও ফেলনা জমিসহ অন্যান্য জমিতে কৃষকরা সরিষার আবাদ করা শুরু করেছেন। প্রতি বছরই উৎপাদন ও আবাদ দুটোই বাড়ছে। বাঙালির কৃষি ফসলের প্রাচীন এই ফসল, নতুন করে আবার চাষবাসের উৎসাহ জোগাচ্ছে কৃষকদের। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে জেলায়, ৪ হাজার ১২০ অক্টোবর সরিষা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে অর্জিত হয়েছে ৪১৮৪ হেক্টর। সংশ্লিষ্টরা আরো জানান, সরকারিভাবে ৩ হাজার ৬০০ জন কৃষককে সরিষা বীজ এবং সার দেয়া হয়েছে এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় থেকে কৃষি বিভাগের মাধ্যমে আরো ৪ হাজার ২০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ দেওযা হয়েছিল। কৃষকরা জানান, সুনামগঞ্জে সবচেয়ে বেশি সরিষা উৎপাদিত হয়ে থাকে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায়। এছাড়াও অন্যান্য সব উপজেলায়ও কমবেশি সরিষা আবাদ হয়। সুনামগঞ্জে বাডরি সরিষার ১৪, ১৭, ১৮, বিনা সরিষা ৯, ১১ এবং স্থানীয় জাতের টরি সরিষাও আবাদ হয়েছে। কৃষি বিভাগের মতে গতবারের তুলনায় এবার সরিষার আবাদ আরো বেড়েছে। গত বছর যেখানে আবাদ হয়েছিল ৪ হাজার ১০৫ হেক্টর, এবার সেখানে আবাদ হয়েছে ৪ হাজার ১৮৪ হেক্টর। এবার আবাদকৃত সরিষা থেকে প্রায় ৫ হাজার ৫০০ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে। যার বাজার মূল্য প্রায় ৬৫ কোটি টাকা। প্রতি হেক্টরে প্রায় ১ হাজার ৩০০ কেজি সরিষা উৎপাদিত হয় বলে জানায় কৃষি বিভাগ। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগাইরগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, আমাদের এলাকার হাওরের কান্দার পরিত্যক্ত ও ফেলনা ক্ষেতসহ বিভিন্ন জমিতে এখন সরিষার আবাদ হয়। আবাদ হলেও ক্ষেতের পরিচর্যা কম করেন কৃষকরা। যত্ন নিলে ফলন আরো ভালো হবে। এর মাধ্যমে ভোজ্যতেলের সংকট দূর করার সুযোগ পাবো। এ ক্ষেত্রে আরো প্রণোদনা বাড়াতে হবে। সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, কৃষিকাজে জেলার মধ্যে আমাদের এলাকা এগিয়ে। নানা ফসলের সঙ্গে আমরা সরিষাও চাষ করছি। প্রতি বছরই সরিষা আবাদ বেড়ে চলছে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জের হাওর এলাকায় দিন দিন সরিষা আবাদ বাড়ছে। আবাদ বাড়াতে আমরা প্রণোদনা দিচ্ছি। সার, বীজ, প্রশিক্ষণ দিচ্ছি। এবার উৎপাদিত হবে প্রায় ৬৫ কোটি টাকার সরিষা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স