সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক
ষোলঘরে মুসল্লিদের বিক্ষোভ

মেলার আয়োজন বন্ধ না করলে কঠোর আন্দোলন

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৯:২৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৯:২৪:৫৮ পূর্বাহ্ন
মেলার আয়োজন বন্ধ না করলে কঠোর আন্দোলন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের ষোলঘর মাঠে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। শুক্রবার (২৭ ডিসেম্বর ) বাদ জুম্মা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ষোলঘর কলোনি মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে তাৎক্ষণিক একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ষোলঘর কলোনি জামে মসজিদে, বনানীপাড়া মসজিদ, মোহাম্মদপুর মসজিদের ইমাম মোয়াজ্জেমসহ মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে খেলার মাঠে মেলা নয়, খেলার মাঠে মেলা হলে প্রতিবাদ হবে দলে দলে, আবাসিক এলাকায় বাণিজ্য মেলা, মানি না - মানবো না, অ্যাকশন অ্যাকশন ষোলঘরবাসীর অ্যাকশন সহ নানা স্লোগান দেন তৌহিদী জনতা। ষোলঘর এলাকার বাসিন্দা শিক্ষক লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ষোলঘর কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের মোহাম্মদ খালিদ, বনানীপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, মাওলানা মতিউর রহমান, ষোলঘর কলোনি জামে মসজিদের সিনিয়র সদস্য আব্দুল রব চৌধুরী, ষোলঘর কলোনি মসজিদের সাধারণ স¤পাদক আব্দুল হাই, মসজিদের ক্যাশিয়ার জিয়াউর রহমান পীর, স্থানীয় এলাকার বাসিন্দা সিজাজুল ইসলাম সিরাজ, আবুল কালাম, সৈয়দ সায়ফুল, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাসুদুল হক সুমেল, মুক্তিযোদ্ধা সন্তান নূর হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ষোলঘর একটি আবাসিক এলাকা, এখানে স্কুল, মাদ্রাসা মসজিদ রয়েছে। এটি একটি খেলার মাঠ। এখানে কোনোভাবেই বাণিজ্যমেলা কাম্য নয়। আমরা দেখেছি প্রতি বছর এখানে মেলার আড়ালে চলে অশ্লীল নৃত্য, উচ্চস্বরে মাইক ও সাউন্ড বাজানো হয়। এছাড়া মেলার কারণে সড়কে যানজট লেগে থাকে। এতে এলাকার পরিবেশ বিনষ্ট হয়। এখানে মেলা হলে ষোলঘর, আলীপাড়া, বনানীপাড়া, বলাকা, বিলপাড়, মোহাম্মদপুরসহ আশপাশ এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পোহাতে হয়। আমরা ষোলঘর মাঠে বাণিজ্যমেলা চাই না। বক্তারা আরও বলেন, এলাকাবাসীর দাবি উপেক্ষা করে মেলার আয়োজন বন্ধ না করলে সাধারণ মানুষদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের পাশাপাশি আইনী লড়াই করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স