সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ছয় দাবিতে সব পলিটেকনিক ‘কমপ্লিট শাটডাউন’ মানবিক করিডোর’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জাহাঙ্গীরনগর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা কান্দাপাড়া গ্রামে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম মিয়ার উদ্যোগে তাঁর নিজ বাড়িতে এই চিকিৎসা সেবা প্রদান করেন সিলেটে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা, কান্দাপাড়া, গুচ্ছগ্রাম, ফেনিবিল, কামারভিটা, ভৈরবহাটি, মুগাইপাড় প্রভৃতি গ্রামের প্রায় ৫ শতাধিক রোগীর এই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রত্যেক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্রসহ বিভিন্ন রোগের ওষুধ প্রদান করা হয়। ওইদিন সকালে জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. রশিদ আহমদ, সমাজসেবক কাজী হাসান আলী মাস্টার, বিএনপি নেতা জুবায়ের আহমেদ, লেখক ও সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মধু মিয়া, শিক্ষক জয়নাল আবেদীন, সমাজসেবক সুলতান মিয়া প্রমুখ চিকিৎসা প্রদান কেন্দ্র পরিদর্শন করেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, আমার পিতা মরহুম আক্কাছ আলী শিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ-মাহফিলের পাশাপাশি আমার ছেলে, ছেলে বউ এবং ছোট ছেলে সিলেট থেকে এসে এলাকার রোগীদের এই চিকিৎসা সেবা প্রদান করছে। এতে দুখি মানুষেরা চিকিৎসা সেবা পাচ্ছেন। দোয়া করি সারাজীবন যেন তারা মানুষের সঠিক সেবা দিতে পারে। সিলেটে কর্মরত অর্থোপেডিক্স, ট্রমা, বাতরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তানভীর আহমেদ, প্রসূতি, স্ত্রীরোগ (গাইনী), চর্মরোগ ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. তামান্না বেগম এবং মেডিসিন, চর্মরোগ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মাহবুব হাসান হৃদয় নিজ গ্রাম কান্দাগাঁয়ে এসে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেন। রোগী সামিয়া বেগম (৬০) বলেন, এলাকার সোনার সন্তানেরা এসে আমাদের চিকিৎসা দেবেন এটা ভাবতেও পারিনি। তাঁদের জন্য প্রাণখুলে দোয়া করি, আল্লাহ যেন তাঁদের মঙ্গল করেন। প্রবীণ সোনারা বেগম (৭০) বলেন, টাকা নেই, পয়সা নেই, চিকিৎসার অভাবে ভুগছিলাম। এখন ফ্রি পেলাম ওষুধপত্র। আল্লাহ তাঁদের মঙ্গল করুন। ডা. মাহবুব হাসান হৃদয় বলেন, আমাদের সঠিক ও আন্তরিক চিকিৎসা সেবায় যদি রোগীদের সামান্য উপকার হয়, তবেই আমাদের উদ্যোগ স্বার্থক। আমরা সকলের আশীর্বাদ প্রার্থী। ডা. তামান্না বেগম বলেন, আমরা যেন মানুষের সঠিক সেবা দিয়ে যেতে পারি, সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই। ডা. তানভীর আহমেদ বলেন, সময় সুযোগে আমাদের নিজের এলাকায় এসে রোগীদের চিকিৎসা দিতে খুবই ভাল লাগছে। আমরা সকল মানুষের দোয়া চাই। জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মো. রশিদ আহমদ বলেন, আমার ইউনিয়নের সকল চিকিৎসকেরা নিজ এলাকায় এভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। কিন্তু একই পরিবারের তিন জন চিকিৎসক আজ দিনব্যাপী দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। আমি তাদের মঙ্গল কামনা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া

সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া