সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

বছরের প্রথম দিনে মিলেনি নতুন বই খালি হাতে ফিরেছে বেশিরভাগ শিক্ষার্থী

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৩১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৩১:১৭ পূর্বাহ্ন
বছরের প্রথম দিনে মিলেনি নতুন বই খালি হাতে ফিরেছে বেশিরভাগ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার :: ১ জানুয়ারি দেশের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে বিনামূল্যের বই পৌঁছে দেয়ার কথা থাকলেও এ বছর তা সম্ভব হয়নি। সুনামগঞ্জেও বই না পেয়ে খালি হাতে ফিরেছে বেশিরভাগ শিক্ষার্থী। খোজ নিয়ে জানাযায়, বুধবার দুপুরের দিকে সুনামগঞ্জের প্রাক প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন বই জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসে। তা বিভিন্ন বিদ্যালয়ে বিতরণ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ফলে কয়েকটি বিদ্যালয় ছাড়া বছরের প্রথম দিনে নতুন বই সব বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে তুলে দেয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যে বই পাওয়া গেছে তা-ও পর্যাপ্ত নয়। এছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এখনও কোন বই আসেনি। এদিকে সুনামগঞ্জ শহরের বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা এসেছে নতুন বইয়ের আশায়। কিন্তু তাদের খালে হাতেই বাড়ি ফিরতে হয়েছে। এ জন্য তারা হতাশা প্রকাশ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস জানান, বুধবার সকল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে ৩য় শ্রেণি পর্যন্ত বই বিতরণ করা হয়েছে। তবে আগামী ১৫ জানুয়ারির আগে সব বই পেয়ে যাবো। অপরদিকে, সুনামগঞ্জের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বইও পায়নি। বছরের প্রথম দিনে খুশি মনে বিদ্যালয়ে গেলেও খালি হাতে হতাশ হয়ে বাড়ি ফিরেছে তারা। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ২৩৩টি, এবতেদায়ী ও মাধ্যমিক পর্যায়ের মাদরাসা রয়েছে ৯২টি এবং কারিগরি উচ্চ বিদ্যালয় রয়েছে ১৫টি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সংখ্যা আড়াই লাখ। এসব শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা পাঠানো হয়েছিল ৩৪ লাখ ৫৭ হাজার ৪৯০টি। কিন্তু ডিসেম্বর মাসে কোন শ্রেণির একটি বইও সুনামগঞ্জে পৌঁছেনি। যার কারণে বছরের প্রথম দিন নতুন বই পায়নি কোনো শিক্ষার্থী। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, নতুন কারিকুলামে বই ছাপানোর কারণে বই পেতে একটু বিলম্ব হয়েছে, যার কারণে প্রথম দিনে নতুন বই বিতরণ করা যায়নি। আশা করি আজ রাতের মধ্যেই গাড়ি চলে আসবে। আশা করি বৃহ¯পতিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই আমরা পৌঁছে দিতে পারব। তবে সব উপজেলায় নয়। ২/৩টি উপজেলায় হবে। পরবর্তীতে সব উপজেলায় বই বিতরণ হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স