সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

বেহেলী ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মশালা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০১:০৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০১:০৩:২৬ পূর্বাহ্ন
বেহেলী ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মশালা
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন কার্যালয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে এক কর্মশালা সোমবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বেহেলী ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কার্যক্রমকে ধন্যবাদ জানান। বিদেশে কাজ দেবার প্রলোভন দেখিয়ে নারী পাচার রোধ ও সেইফ মাইগ্রেশন বিষয়ে তিনি ব্র্যাক প্রোগ্রামে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। এতে বিশেষ অতিথি ছিলেন বেহেলী ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা সুজন তালুকদার। এছাড়াও উক্ত কর্মশালায় বেহেলী ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, বিদেশ-ফেরত/প্রতারিত অভিবাসী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকারের সঞ্চালনায়, কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা, মূল প্রবন্ধ উপস্থাপনা এবং উন্মুক্ত আলোচনা করেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কেইস ম্যানেজমেন্ট অফিসার মো. অনিক শেখ। এসময় দুজন বিদেশ ফেরত অভিবাসী তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। পর্যায়ক্রমে কর্মশালায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনরেকত্রীকরণে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় এলাকাভিত্তিক বিদেশ ফেরতদের নিয়ে কর্মসূচির রিপোর্ট উপস্থাপন করেন, জামালগঞ্জ প্রবাসবন্ধু ফোরাম সভাপতি মো. আফছার উদ্দিন ও সাধারণ স¤পাদক মো. রুবেল আহমেদ। উল্লেখ্য যে, বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স