সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

নূরুল হক মহাজন : মহৎপ্রাণ মানুষের চিরপ্রস্থান

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:২৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৮:২৫:৩৭ পূর্বাহ্ন
নূরুল হক মহাজন : মহৎপ্রাণ মানুষের চিরপ্রস্থান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ী নূরুল হক (মহাজন) আর বেঁচে নেই। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের সময় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত নূরুল হকের নাতি তাসিন হক জানান, দাদাভাই দীর্ঘদিন ধরেন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার দুপুরে তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলেগেছেন। দাদার জন্য জেলাবাসীর কাছে দোয়া চাই। মহান রব যেন দাদাকে জান্নাতের বাসিন্দা করেন। সুনামগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সালিশি ব্যক্তিত্ব নূরুল হক সকলের কাছে নূরুল মহাজন নামেই সমধিক পরিচিত ছিলেন। সমাজসেবা এবং শিক্ষাবিস্তারে তিনি অবদান রেখেছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল হক ও দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকম-লীর সভাপতি জিয়াউল হক-এর পিতা নূরুল হক মহাজন একজন মহৎপ্রাণ মানুষ ছিলেন। দানবীর হিসেবে তাঁর খ্যাতি ছিল সুনামগঞ্জ জেলাজুড়ে। তাঁর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো একবার দেখতে শহরের পশ্চিম হাজীপাড়াস্থ তাঁর বাসভবনে ছুটে যান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অশ্রুসিক্ত নয়নে মানুষজন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অনেকে নীরবে চোখের জল ফেলেন। আজ বৃহ¯পতিবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় পৌর শহরের তেঘরিয়া লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে নূরুল হক (মহাজন)-এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গাজীর দরগাহ কবরস্থানে দাফন সম্পন্ন হবে। এদিকে বিশিষ্ট ব্যবসায়ী নূরুল হক মহাজনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের প্রতিনিধিগণ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স