সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার

সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে : বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:৩৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৮:৩৮:২৫ পূর্বাহ্ন
সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে : বিভাগীয় কমিশনার
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগের কমিশনার খান মো. রেজা উন নবী বলেছেন, সবাই মিলেই এই দেশটাকে আরও এগিয়ে নিতে হবে। সবার সাথেই সমান আচরণ করতে হবে। দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ দেখতে চাই। সততার কোন বিকল্প নেই। নতুন করে শুরু করতে হবে। আমরা ব্যর্থ হতে চাই না। আগে কথা বলার সুযোগ ছিল না। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। বিগত সময়ে তারা শাসক থেকে সম্রাট, সম্রাট থেকে মহারাজা হয়েছিলেন। নিরপেক্ষ মূল্যায়ন দীর্ঘদিন ধরেই হয় নাই। তারই কারণে দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা খুব বেশী না। তাদের কথা শুনুন। সম্ভব হলে তাদের কাজ করে দিন। মানুষ আপনাকে পাশে পায় কি-না সেটা বড় বিষয়। প্রতিটা সেক্টর দুর্নীতিমুক্ত করতে হবে। লুঙ্গি পরা সাধারণ মানুষেরা যদি দেশ স্বাধীন করতে পারেন, তাহলে আমরা সুট টাই পরা শিক্ষিত-সচেতনরা কেন দেশ দুর্নীতিমুক্ত করতে পারব না। এছাড়াও তিনি সুনামগঞ্জ জেলার বোরো ফসল রক্ষার জন্য চলমান হাওরের বাঁধ নির্মাণ কাজ আরও দ্রুত এবং স্বচ্ছতার সাথে করার আহ্বান জানিয়েছেন। সুনামগঞ্জ জেলার নানা সমস্যার কথাও শুনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন সিলেট বিভাগের কমিশনার খান মো. রেজা উন নবী। বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সুনামগঞ্জ জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাগণ সুধীজনের সাথে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় মতবিনিময়ে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ছাব্বির আহমদ আকুঞ্জি, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জিত কুমার চন্দ, প্রফেসর পরিমল কান্তি দে, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমা, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট শেরেনূর আলী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজুসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ ও সুধীজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স