সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের
বিষ প্রয়োগে মাছ শিকার প্রতিহত করতে হবে

হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৮:০৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৮:০৮:৩২ পূর্বাহ্ন
হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান। এর আগে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রধান অতিথির বক্তব্যে মো. আখতারুজ্জামান বলেন, হাওরে বিষ দিয়ে যারা মাছ ধরে তাদেরকে প্রতিহত হবে। পাশাপাশি বিল কিংবা জলাশয়ে যারা মাছ ধরে তাদেরকেও প্রতিহত করতে হবে। অনেকেই বলেছেন যে বিষ দিয়ে হাওরে মাছ ধরা হয়, এখন প্রশ্ন হলো আপনারা কি কখনো তাদের রিকোয়েস্ট করেছেন যে বিষ দিয়ে মাছ ধরতে পারেন না। তাদেরকে শুধু ডিসি সাহেব বলবেন কেন? এসপি সাহেব বলবেন কেন? আমাদের প্রত্যেকেরই তো নিজস্ব কাজ আছে, নিজস্ব কাজ বাদ দিয়ে সে আরেকটা কাজ করবে সেক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিভাবে সম্ভব। তিনি বলেন, প্রাথমিকভাবে তাদেরকে বলতে হবে যে বিষ প্রয়োগ করে মাছ ধরা যাবে না। তারপরও যদি না শুনে তাহলে ম্যাজিস্ট্রেটকে বা ইউএনওকে ফোন দিন, তারা আইনানুগ ব্যবস্থা নিবেন। কিন্তু আপনি যদি বলেন ইউএনও সাহেব কিছু করলো না, তাহলে আপনি কি করছেন? সুতরাং আপনাকেও কিছু করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মো. আখতারুজ্জামান আরও বলেন, হাওরের সন্তানরা কেন ইউরোপে গিয়ে গাড়ি চালাবে না, তারা কেন কোরিয়া যাবে না? মাইগ্রেশন চেঞ্জ করতে হবে। হযরত মুহাম্মদ (সা.) তিনিও তো মাইগ্রেশন করেছিলেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন। আমাদেরও মাইগ্রেশন করতে হবে, হাওরাঞ্চলে বেড়ে উঠেছেন বলে হাওরপাড়েই কেন থাকতে হবে? পরে তিনি হাওরের জীববৈচিত্র্য রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করেন। প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল