সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

গোবিন্দপুরে রাস্তা কেটে ফেলায় দুর্ভোগে গ্রামবাসী

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৮:১১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৮:১১:০৩ পূর্বাহ্ন
গোবিন্দপুরে রাস্তা কেটে ফেলায় দুর্ভোগে গ্রামবাসী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে ও সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক সংলগ্ন স্থানে সরকারি খালে মাছ শিকার করতে গ্রামের মানুষের যাতায়াত রাস্তা কেটে পানি সেচ করেছে কতিপয় ব্যক্তি। রবিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। এতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের মানুষজন। এই ঘটনার পর ওইদিন রাতে সদর মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন গ্রামের বাসিন্দা মৃত বশির আহমদের ছেলে আনোয়ারুল হক। সোমবার বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে গ্রামের মানুষ চলাচলের রাস্তা কাটতে শুরু করেন একই গ্রামের বাসিন্দা জাহানুর (৩০), শাহিনুর (২৪), রাসেল (২৬), মাসুক মিয়া (২৮) গং। এ সময় গ্রামের মানুষজন বাধা দেন। তারা বাধা না মেনে জোরপূর্বক রাস্তা কাটতে থাকেন। কথাকাটাকাটির এক পর্যায়ে গ্রামের মানুষের প্রতি ক্ষুব্ধ হয়ে হামলা করেন তারা। পরে গ্রামবাসীর পরামর্শে সদর মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়। গ্রামের বাসিন্দা প্রবাসী লাছিয়া বেগম জানান, গোবিন্দপুর গ্রামের এই রাস্তা নিজেরাই তৈরি করেছেন। দীর্ঘ ৫০ বছর ধরে ব্যবহার করে আসছেন তারা। কিন্তু গ্রামের কতিপয় ব্যক্তি রাস্তা কেটে নষ্ট করেছে। একই গ্রামের আব্দুর রকিব বলেন, রাস্তা কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। গ্রামের বাসিন্দা আমিরুল হক বলেন, গোবিন্দপুর গ্রামের ও সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক লাগোয়া খালে মাছ শিকারের নামে যাতায়াতের রাস্তা কেটে ফেলা হয়েছে। এসব অপরাধের প্রতিবাদ করায় আমাদের উপর ক্ষিপ্ত হয়েছে তারা। এখন আমরা বড় সমস্যায় আছি। সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই গিয়াস উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেউ রাস্তা কাটতে পারবে না। এই বিষয়ে নিষেধ দিয়ে এসেছি। যদি কেউ রাস্তা কাটে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স