সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

দেশে হয় আ.লীগ থাকবে না হয় আমরা থাকবো : হাসনাত আবদুল্লাহ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১২:০৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১২:০৯:১৩ অপরাহ্ন
দেশে হয় আ.লীগ থাকবে না হয় আমরা থাকবো : হাসনাত আবদুল্লাহ
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মনে রাখবেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করেছে, ক্ষমতায় এসে তাদেরই হত্যা করেছে আওয়ামী লীগ। সুতরাং আপনারা যারা ভাবছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এবং পুনর্বাসিত আওয়ামী লীগ আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, আপনারা সেটা ভুল ভাবছেন। মনে রাখবেন, গর্দান ও তলোয়ার দুইটা কখনও একসঙ্গে থাকতে পারে না। এক খাটে কখনও দুই তলোয়ার থাকতে পারে না। বৃহ¯পতিবার (১৬ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বারে আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকবো। বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আওয়ামী লীগকে যদি আবার পুনর্বাসন করাইতে হয় তাহলে আমাদের রক্তের ওপর দিয়ে করাইতে হবে। যারা ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের তৎপরতা চালাচ্ছেন, আপনারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয় না এনে, আওয়ামী লীগ যে ১৬ বছর অত্যাচার-নির্যাতন করেছে তার বিচারের দাবি তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তোলেন আমরা আবার আপনাদের সঙ্গে রাস্তায় নামবো। এই ফ্যাসিবাদ জুলুম যারা কায়েম করেছে তাদের পক্ষে যদি আপনারা দাঁড়ান তাহলে সেটি হচ্ছে মজলুমের বিপক্ষে। আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ ফ্যাসিবাদকে ঠেকাবো। তিনি আরও বলেন, এতগুলো ছেলে রাস্তায় প্রাণ দিয়েছে। এত বছর ধরে নির্যাতন করেছে। বাংলাদেশের সব রাজনৈতিক দলের অবদান আমরা স্বীকার করি। দীর্ঘ ১৬ বছর আপনারা নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে গেছেন। আপনারা বাসার মধ্যে ভাতটা ঠিক করে খাইতে পারেন নাই। মামলার ভয়ে এই বাড়ি ওই বাড়ি থাকতে হয়েছে। ভালো একটা পোশাক পরতে পারেন নাই। ৬০-৭০টা মামলায় সপ্তাহে পাঁচ দিনে হাজিরা দিতে হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আওয়ামী লীগের এসব অত্যাচার আপনারা কীভাবে এত সহজে ভুলে গেলেন! একটি ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে হাসনাত আবদুল্লাহ বলেন, যেখানে সকলের অংশগ্রহণ থাকবে, সেই বাংলাদেশ করার জন্য আমরা একসঙ্গে কাজ করে যাবো। সেখানে কোনও বিভাজন থাকবে না। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স