সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার

সমস্যা সমাধানের প্রশ্নে কৃষক সমাজকে সংগঠিত হতে হবে

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন
সমস্যা সমাধানের প্রশ্নে কৃষক সমাজকে সংগঠিত হতে হবে
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, গত শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দুপুরে জয়শ্রী বাজারে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ এই কর্মসূচি পালিত হয়।’ কিন্তু কৃষকসমাজের কোনও সমস্যা কিংবা তাদের জীবনমান উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরণে কোনও কর্মসূচি ঘোষিত হয়ে থাকলেও সংবাদ প্রতিবেদনে তার কোনও উল্লেখ নেই। দেশের বিশেষজ্ঞজনের কেউ কেউ মনে করেন, বিদ্যমান সমাজসাংস্থিতিক পরিসরে দেশের কৃষকসমাজ একধরণের কাঠামোগত সহিংসতার শিকারে পর্যবসিত হয়ে আছেন। উদাহরণ টেনে বলা যায়, হাওররক্ষা বাঁধে অব্যাহত দুর্নীতি বন্ধ না করা গেলে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার কোনও ফায়দা নেই। কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার বিষয়টি যদি আওয়ামী লীগের অনুপস্থিতে উদ্ভূত পরিস্থিতিতে দেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখার অন্তর্ভুক্ত হয়, তা হলে কোনও বিশেষ দলের নির্বাচনের বৈতরণী পার হওয়ার কর্মসূচি হিসেবে তার একটি ইতিবাচক অবদান থাকতেই পারে বলে ধরে নেওয়া যায়। কিন্তু সেই সঙ্গে কৃষকসমাজের সমস্যা সমাধানের প্রশ্নে কর্মসূচিটি শেষ পর্যন্ত কার্যকর হয়ে না উঠার আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই কারণে অভিজ্ঞমহলের অভিমত এই যে, কৃষক সাধারণকে নিজেদের সমস্যা সমাধানের জন্যে নিজেরা সংগঠিত হয়ে আন্দোলনে নামতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স