সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার
পাগনার হাওর

জামালগঞ্জে জলাবদ্ধতায় একাংশ তলিয়ে যাচ্ছে ধানের চারা

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১০:০৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১০:১৯:৪২ পূর্বাহ্ন
জামালগঞ্জে জলাবদ্ধতায় একাংশ তলিয়ে যাচ্ছে ধানের চারা
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জের পাগনার হাওরের পানি নিষ্কাশনে গজারিয়া স্লুইস গেইটের নালা খননে হটামারা গ্রামবাসীর পক্ষে ৫ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে করা হয়েছে। বৃহস্পতিবার ফেনারবাক ইউনিয়নের হটামারা গ্রামবাসীর পক্ষে আমিন উদ্দিন সহ ৫ জন এ অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, জামালগঞ্জ উপজেলাধীন ফেনারবাক ইউনিয়নের হটামারা গ্রামের হটামারা মৌজার প্রায় ৭-৮ হাজার একর বোরো জমি রয়েছে। এর মধ্যে অধিকাংশ জমি সপ্তাহ খানেক আগে চারা রোপণ করা হয়েছে। বাকি জমিতে চারা রোপণের কাজ চলমান রয়েছে। হঠাৎ করে লক্ষ্মীপুর ও ফেনারবাক মৌজার পাগনার হাওরের পানি আমাদের আইলা ছাগাইয়া হাওরের নালা দিয়ে নিষ্কাশন করায় রোপণকৃত জমি জলবদ্ধতায় পানির নিচে তলিয়ে যাচ্ছে। কাইল্লানির বাঁধ বেধে ফেলায় পানি নিষ্কাশন না হওয়ায় ফসলি জমির সমস্যা হচ্ছে। এমতাবস্থায় গজারিয়া স্লুইস গেটের খাল খনন করে পানি নিষ্কাশন হলে হাওরের ফসলের কোন ক্ষতি হবে না। হটামারা গ্রামের কৃষক আমিন উদ্দিন বলেন, হটামারা গ্রামের হাওরে চারা রোপণ করা হয়েছে। গত রাতে লক্ষ্মীপুর মৌজা এবং ফেনারবাক মৌজার পানি আমাদের হাওরের ঢুকে রোপণকৃত জমি ডুবে গেছে। একই গ্রামের বয়োজ্যেষ্ঠ কৃষক আব্দুল হেকিম বলেন, কাইল্লানির বাঁধ বন্ধের কারণে পানি ফুলে হটামারা মৌজার রোপণকৃত জমি তলিয়ে যাচ্ছে। এছাড়াও একাধিক কৃষক জানান, দ্রুত ব্যবস্থা না নিলে রোপণকৃত ফসলের ব্যাপক ক্ষতি হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অভিযোগ পেয়েছি। পাউবোর উপসহকারী প্রকৌশলীকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স