সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

যারা বিলকে হত্যা করছে, তাদেরকে শাস্তি দিন

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:৩৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:৪০:৪০ পূর্বাহ্ন
যারা বিলকে হত্যা করছে, তাদেরকে শাস্তি দিন
গণমাধ্যমে (দৈনিক সুনামকণ্ঠ, ২৮ জানুয়ারি ২০২৫) সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছে যে, দেখার হাওরের বড়দৈ কাষ্ঠগঙ্গা বিল শুকিয়ে মাছ শিকার করা হচ্ছে। জলমহাল ইজারা দেওয়ার আইনে আছে বিল শুকিয়ে মাছ ধরা যাবে না, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রতিবছর এরকম বিল শুকিয়ে মাছ ধরার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়, কিন্তু এই অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিতও করা হয় না, শাস্তিও দেওয়া হয় না। এ বিষয়ে সরকারসংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন, এই সত্য অস্বীকার করার কোনও উপায় নেই। খবরওয়ালার ক্যামেরা বড়দৈই বিল শুকিয়ে মাছ শিকারের দৃশ্য দেখে বটে কিন্তু প্রশাসনের চোখে তা পড়ে না। গানে আছে, ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’, কিন্তু প্রশাসন প্রেমের মানুষ নয়, তাকে অবশ্যই জেগে থাকতে হবে। সমগ্র হাওরাঞ্চলে বিল শুকিয়ে মাছ শিকারের এমন কান্ড বছরের পর বছর ঘটেই চলেছে। প্রকারান্তরে মাছসহ সমগ্র জলপ্রাণপ্রকৃতির অন্যান্য জীব প্রজাতি বিলুপ্তির শিকার হচ্ছে এবং হাওর মাছ-গাছ শূন্য হওয়ার অবস্থায় ক্রমে পর্যবসিত হচ্ছে। ইতোমধ্যে কেউ কেউ হাওরাঞ্চলকে ‘জলের মরুভূমি’ বলে অভিহিত করতে শুরু করেছেন। জলজ উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি উত্তরোত্তর বিলুপ্তির বিরূপ প্রভাব পড়ছে হাওরাঞ্চলের মানুষের জীবনমানের উপর। মানুষ আগেকার মতো সহজে কেবল মাছ থেকে নয়, শরীরে গ্রহণযোগ্য সকল প্রকার জলপ্রাণপ্রকৃতির উপাদান থেকে প্রাপ্ত খাদ্যপ্রাণ ও অন্যান্য ব্যবহারিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে ইতোমধ্যে মানুষ দেহগঠন ও স্বাস্থ্যপ্রাপ্তির উৎকর্ষতার দিক থেকে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখিন হতে শুরু করেছে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমে লোপ পাচ্ছে। এইভাবে চলতে থাকলে প্রকারান্তরে শারীরিক পর্যায়ে বামনত্ব ও মেধায় জড়ধী হয়ে পড়ে শারীরিক সামর্থ্য ও মেধানির্ভর আগামী উন্নত পৃথিবীতে টিকে থাকার যোগ্যতা হারাবে এ অঞ্চলের মানুষ। এই একবিংশ শতাব্দির শুরুতেই যদি প্রাকৃতিক সমৃদ্ধিকে ফিরিয়ে এনে মানবজীবনে প্রাকৃতিক আনকূল্যতাকে সংযোজিত করা না যায় তবে সমূহ বিপর্যয়ের জন্য বাংলাদেশের মানুষকে অপেক্ষায় থাকতে হবে। মনে রাখতে হবে, বিল শুকিয়ে মাছ শিকার মামুলি কোনও বিষয় নয়, মানবপ্রজাতির সদস্য হিসেবে বিলকে ও বিলের প্রাণপ্রকৃতিকে রক্ষা করার অর্থ হলো এ অঞ্চলের মানবপ্রজাতিকে রক্ষা করা এবং তার বিপরীত কাজ করার অর্থ হলো মানবপ্রজাতিকে খুন করা। বিল খুন আর চূড়ান্ত পর্যায়ে মানুষ খুন একই কথা। যারা বিলকে হত্যা করছে, তাদেরকে চিহ্নিত করুন, ধরে শাস্তি দিন, হাওরের মানুষকে বাঁচান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স