সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ

মধ্যনগরে অবৈধ পশুর হাট স্থানান্তরের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:৪৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:৪৭:১০ পূর্বাহ্ন
মধ্যনগরে অবৈধ পশুর হাট স্থানান্তরের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: আবু সাঈদ হত্যা মামলার আসামি বরখাস্তকৃত রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার পরিবারের ক্ষমতাবলে মধ্যনগরে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে অবৈধভাবে প্রতিষ্ঠিত পশুর হাট স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর নতুন বাজারে আয়োজিত এ মানববন্ধনে কয়েক’শ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দাতিয়াপাড়া গ্রামের লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে স্কুলের ফান্ডের নামে অবৈধ পশুর হাট বসিয়ে অবৈধ উপার্জন করছেন বরখাস্তকৃত ডিআইজি বাতেন, তার ভাই পদচ্যুত উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া, ভাতিজা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম মাহমুদ ও পরিবারের অন্যান্য সদস্যরা। অবৈধ হাটের বিরুদ্ধে এলাকাবাসী বারবার প্রশাসনকে অবগত করলেও বাতেনের প্রভাবে উপজেলা প্রশাসন কিংবা পুলিশ অবৈধ এ পশুর হাটের বিরুদ্ধে কোন উদ্যোগ নেয়নি। মানববন্ধনে এলাকাবাসী অবৈধভাবে পরিচালিত পশুর হাট শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ থেকে স্থানান্তর করে সরকার কর্তৃক বৈধভাবে সাতুর নতুন বাজারে একটি পশুরহাট স্থাপন ও শিক্ষাপ্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে অপসারণ করে নিয়মানুযায়ী নতুন কমিটি গঠনসহ বিভিন্ন দাবি তুলেন। জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামে ২০১৪ সালে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজটি প্রতিষ্ঠা করেন ডিআইজি বাতেনের পরিবার। পরবর্তীতে ২০২২ সালের জুলাই মাসে এমপিওভুক্ত হলেও প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মচারী ছাড়া বাকি পদে এখনো এমপিওভুক্ত শিক্ষক না পাওয়ায় বাতেন পরিবারের গঠিত ট্রাস্টের নিয়মেই চলছে প্রতিষ্ঠানটি। জানা যায়, প্রতিষ্ঠানটির শুরু থেকেই ট্রাস্ট এবং প্রতিষ্ঠানটি সভাপতি ছিলেন সাবেক ডিআইজি আব্দুল বাতেন। আওয়ামী সরকার পতনের পর তিনি সভাপতি পদ থেকে সরে গিয়ে কৌশলে তার বড়ভাই আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে এই প্রতিষ্ঠানের সভাপতি করেছেন যা আইনবহির্ভূত বলে দাবি এলাকাবাসীর। এর আগে গত ২২ জানুয়ারি সাতুর নতুন বাজার সংলগ্ন এলাকাবাসীর পক্ষ থেকে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবর অবৈধ এ পশুর হাট অপসারণে একটি আবেদন করা হয় যেখানে এলাকাবাসী উল্লেখ করেন, ২০২১ সালের ২৫ এপ্রিলও একইভাবে প্রশাসন ও পুলিশ বরাবর আবেদন করা হয় কিন্তু ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারকারী বাতেন ও তার পরিবারের কারণে তৎকালীন প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। এ ব্যাপারে দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আরিফুর রহমান ঝিনুক বলেন, অত্র এলাকায় একটি পশুর হাট প্রয়োজন কিন্তু অবৈধ এ পশুর হাটের কারণে একদিকে যেমন সরকার দীর্ঘদিন ধরে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে তেমনি এলাকাবাসীকেও গুণতে হচ্ছে বাড়তি মাশুল। আমরা চাই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ঐতিহ্যবাহী সাতুর নতুন বাজারে নিয়মতান্ত্রিকভাবে একটি হাট বসানোর উদ্যোগ গ্রহণ করুক। একইসাথে লায়েস ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ বিধিসম্মতভাবে পরিচালনার ব্যাপারে উদ্যোগী হোক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স