সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ

ছাতকে সুরমা নদীর ভাঙন, বিলীন হচ্ছে বাড়ি, জমি

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১০:৫০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১০:৫০:২১ পূর্বাহ্ন
ছাতকে সুরমা নদীর ভাঙন, বিলীন হচ্ছে বাড়ি, জমি
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী :: ছাতকে বছরের পর বছর ধরে ভাঙনের তা-ব চালাচ্ছে সুরমা নদী। সবচেয়ে ভয়াবহ তা-বলীলা চলছে ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর, আন্ধারীগাও, কেশবপুর ও বাউসা এলাকায়। বহুকাল ধরে চলে আসা নদী ভাঙনে বিলীন হয়েছে এই এলাকার ঘরবাড়ি, স্কুল, মসজিদ, বাজার, সড়ক ও কয়েক শত একর ফসলি জমি। নদী ভাঙনের কবলে পড়ে এখানকার বহু পরিবারকে ৩/৪ বার করে ঘরবাড়ি ভিন্ন স্থানে সরিয়ে নিয়েছেন। এদিকে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কেশবপুর গ্রামের মানুষ। সরকারি ভূমি মানচিত্রে কেশব মৌজার নাম লিখা থাকলেও, টানা কয়েক যুগ ধরে বহমান নদী ভাঙনে বাস্তবে অস্তিত্ব নেই কেশবপুর মৌজার। পুরো মৌজার জমি ও মানুষের ঘরবাড়ি গিলে খেয়েছে সুরমা। একইভাবে সুরমা নদীর ভাঙনে আন্ধারীগাও, কড়িরগাও, বাউসা গ্রামের অধিকাংশ পরিবার হয়েছে গৃহহারা। সুরমা নদীর ভাঙ্গনের ফলে ছাতক-সুনামগঞ্জ ভায়া দোহালিয়াবাজার সড়কটির একাধিকবার দিক পরিবর্তন করতে হয়েছে। এরপরও শেষ রক্ষা হয়নি অতিগুরুত্বপূর্ণ এই সড়কটির। মল্লিকপুর, আন্ধারীগাও, কড়িরগাও, কেশবপুর ও বাউসা এলাকায় অব্যাহত নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছে ছাতক-সুনামগঞ্জ ভায়া দোহালিয়াবাজার সড়ক। এ সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন ৪ থেকে ৫টি উপজেলার মানুষ। আদিকাল থেকে ছাতক পাথর, বালু ও চুনাপাথর ব্যবসার জন্য প্রসিদ্ধ। যেখানে কর্মসংস্থান চালিয়ে নেন কয়েক সহ¯্রাধিক মানুষ। আর এই ব্যবসার ডা¤িপং সাইটের জন্য খুবই উপযোগী হলো ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর থেকে বাউসা এলাকা। কিন্তু সুরমা নদীর তীব্র ভাঙ্গনে অনেক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। কেউ কেউ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এজন্য অনেকে আবার ব্যাংকের ঋণ পরিশোধ করতে দিশেহারা। সবকিছু মিলিয়ে শত শত মানুষকে বেকারত্বের খাতায় নাম লিখিয়ে নিতে হয়েছে। ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে আবারো এ সড়কটি ভেঙে যাওয়ার আশঙ্কার রয়েছে। কেশবপুর গ্রামের অনেক পরিবারের বসতঘর ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, সুরমা নদীর তীরে অবস্থিত বাউসা বড় মসজিদের দেয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, মসজিদটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এক বছর আগেই এখানে নামাজ পড়া বন্ধ করে গ্রামের অন্যত্র আরেকটি মসজিদ নির্মাণ করেছেন গ্রামবাসী। নদীর তীব্র ভাঙ্গনে নদী তীরে স্থাপিত শতাধিক পাথর ভাঙ্গার মেশিন ঝুঁকিতে থাকায় অনেক ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছেন। ফলে বেকার হয়ে পড়েছেন এলাকার খেটে খাওয়া মানুষ। স্থানীয় ব্যবসায়ীরা নদী ভাঙ্গন স্থানে একাধিকবার জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করেছেন। তারপরও থামানো যাচ্ছে না নদী ভাঙ্গন। বর্ষাকালে নদী ভর্তি পানি থাকায় ভাঙ্গন কম হয়। কিন্তু শুষ্ক মৌসুমে নদীর পানি কমে যাওয়ায় ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করে। বর্তমানে বাউসা গ্রামের অংশে ছাতক-সুনামগঞ্জ ভায়া দোহালিয়াবাজার সড়ক, বাউশা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে। স্থানীয় বাসিন্দা ও ছাতক সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নূরুল হক জানান, প্রায় অর্ধশত বছর ধরে দেখে আসছি সুরমা নদীর তীব্র ভাঙ্গন। প্রতি বছর চোখের সামনেই ভেঙ্গেছে মানুষের ঘরবাড়ি, ফসলী জমি, স্কুল, মসজিদ ও সড়ক। তিনি নিজেও সুরমা নদীর ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়েছেন বলে জানান। স্থানীয় পাথর, বালু ব্যবসায়ী আতিকুর রহমান শাওন জানান, ক’বছর আগে তিনি একটি কারখানা স্থাপনের জন্য জমি কিনেছিলেন। এরপর থেকে ভাঙ্গনে তাঁর প্রায় ২বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জনস্বার্থে সরকারিভাবে নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান আতিকুর রহমান শাওন। ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শামছু মিয়া জানান, সুরমা নদীর ভাঙ্গন কবলে পড়ে ব্যবসায়ীরাসহ স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীগণ ব্যবসার জন্য নেয়া ব্যাংকের ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। ছাতকে সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন জানান, নদী ভাঙ্গনের বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। এখন পর্যন্ত ভাঙ্গন রোধে পাউবো কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। বাউসা এলাকায় নদী ভাঙ্গন রোধে উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স