সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের
কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন

সব ধরনের ফসল উৎপাদনে সুনামগঞ্জকে সফল হতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:৩১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১২:৩১:৩০ পূর্বাহ্ন
সব ধরনের ফসল উৎপাদনে সুনামগঞ্জকে সফল হতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিতি বৃদ্ধি করার লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল দশটায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন তিনি। সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলায় ১৪ টি স্টল রয়েছে। এগুলো হচ্ছে, বস্তা পদ্ধতিতে সবজি / আদা চাষ, আধুনিক কৃষি উপকরণ ও যন্ত্রপাতি প্রদর্শন, শষ্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ভাসমান বেডে সবজি চাষ, একক ফল বাগান, মিশ্র ফল বাগান, সর্জন পদ্ধতিতে চাষাবাদ, নিরাপদ ফসল চাষ/জৈব কৃষি, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, কৃষক পরামর্শ কেন্দ্র, বসত বাড়িতে সবজি চাষ, উচ্চমূল্যের ফসল। উদ্বোধন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, দেশ খাদ্যে স্বয়ংস¤পূর্ণ হলে যেটা হবে বিদেশ থেকে আমাদের আর খাদ্য কিনতে হবে না। বিদেশ থেকে ডলার দিয়ে যে খাদ্যগুলো কিনতে হয় সেগুলো যদি আর কিনতে হয় তাহলে সেই ডলার বা টাকাটা থেকে যাবে দেশে বা আমাদের পকেটে। তাহলে কি হবে দেশে আমরা একটা ভালো স্কুল করতে পারব, ভালো হাসপাতাল করতে পারব, এই কারণে কৃষিখাত সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সুনামগঞ্জ জেলা ধানে উদ্বুদ্ধ জেলা। এই জেলায় উৎপাদিত ধান নিজেদের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় খাদ্যের জোগান দেওয়া হয়, পাশাপাশি মাছের ৮০ ভাগ জোগান দেন আপনারা। জেলায় মাছের উৎপাদন আরো বাড়াতে হবে। উৎপাদন বাড়ানোর জন্য কৃষি-মৎস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। কৃষি বিভাগের প্রশংসা করে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আপনারা অনেক ভালো-ভালো কাজ করেছেন। এই অঞ্চলে কৃষি বিভাগ সরিষা চাষকে বেশ জনপ্রিয় করে তুলেছে। এ বছর জেলায় ৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। আগামী বছর হয়তো আরও বেশি চাষ হবে। আমি করছি আগামী বছর দশহাজার হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হবে। লোকজন জানবে যে এইবছর আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে, তাই অন্যান্যরাও চাষ করবে। সরিষা চাষ করার বিষয়টি সকলে মিলে প্রচার করে কৃষকদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, সুনামগঞ্জে তিল চাষকে জনপ্রিয় করতে চাই। ইতিমধ্যে তিল চাষ করতে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ছাতক, দোয়ারাবাজার ও জগন্নাথপুর অঞ্চলের জমিগুলো জেলার অন্যান্য উপজেলার চেয়ে তুলনামূলকভাবে আগে শুকায়, তাই এসব অঞ্চলে তিলের ভালো উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে। আমরা আশা করছি এবছর পরীক্ষামূলকভাবে তিল চাষাবাদ শুরু করবো। আমরা আশা করছি তিল চাষ করে সফল হবো। এর মাধ্যমে সুনামগঞ্জ কৃষি ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। তিনি বলেন, লোকজন জানে যে সুনামগঞ্জ শুধুমাত্র ধান উৎপাদন করার জন্য বিখ্যাত, আমরা এই সুনাম বা দুর্নাম গোছাতে চাই। আমরা চাই সুনামগঞ্জ সব ধরনের ফসল উৎপাদনে সফল হোক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. রাকিবুল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাসরিন সুলতানা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সুনামগঞ্জ-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা শেফাউর রহমানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও অন্যন্য দপ্তরে কর্মকর্তাগণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল