সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ
দোয়ারাবাজারের চকবাজার

মলমূত্রের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ ওয়াস ব্লক নির্মাণের দাবি

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১২:২০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১২:২০:০৩ পূর্বাহ্ন
মলমূত্রের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ ওয়াস ব্লক নির্মাণের দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি :: টয়লেটের সেপটি ট্যাংকির পানি গড়াচ্ছে চারপাশের জায়গায়। খোলা জায়গায় ছড়াচ্ছে মলমূত্র। হাসমুরগির মাধ্যমে মলমূত্র ছড়িয়ে যাচ্ছে পাশের দোকানপাট ও বসতবাড়িতে। তার ওপর বাড়ছে মশামাছির উপদ্রব। এসব মশা মাছি বসতবাড়ি, দোকানপাট, হোটেল রেস্টুরেন্ট ও চা স্টলের খাদ্যসামগ্রীর ওপর বসে রোগজীবাণুর বিস্তার করছে। টয়লেটের পাশেই টিউবওয়েল। নোংরা পরিবেশে টেউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। এমন অস্বাস্থ্যকর দৃশ্য দেখা গেছে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজারে। এ বাজারের টয়লেটই এখন বাজারের ক্রেতা-বিক্রেতা, বাসিন্দা ও পথচারিদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৩ শতাধিক দোকানপাট অধ্যুষিত চকবাজারের উন্নয়ন হলেও বাজারটির স্যানিটেশন ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি, উল্টো দিন দিন এটির অবনতি হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, বাজারের বর্তমান টয়লেটটি প্রায় ২০ বছর আগের পুরোনো। সংস্কারের অভাবে এটি এখন বাজার ও আশপাশের এলাকার পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সরকারের আমলে চকবাজারের দক্ষিণ পাশে সরকারিভাবে একটি ওয়াশ ব্লক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থান নির্ধারণও করা হয়। কিন্তু সম্প্রতি কোনো কারণ ছাড়াই বাজারের সরকারি ওয়াশ ব্লক স্থাপনের প্রকল্পটি বাতিল করা হয়েছে। চকবাজারের বাসিন্দা আব্দুর রহমান বলেন, বাজারের টয়লেটের কয়েজ গজের মধ্যেই আমার বসতঘর। মলমূত্রের দুর্গন্ধে পরিবার পরিজন নিয়ে বসতঘরে থাকা এখন দুঃসহ হয়ে উঠেছে। এই নোংরা পরিবেশের কারণে প্রায়সময়ই আমরা অসুস্থ হয়ে পড়ি। প্রতি মাসেই আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। বাজার কমিটি, স্থানীয় মেম্বার, চেয়ারম্যানকে বার বার এই সমস্যার কথা বলেছি। কিন্তু আজোবধি তারা কোনো পদক্ষেপ নেয়নি। এখান থেকে এই টয়লেটটি অন্যত্র সরিয়ে একটি স্বাস্থ্যসম্মত ওয়াশ বল্ক স্থাপন জরুরি। তিলোরাকান্দি গ্রামের কিনুই মিয়া বলেন, প্র¯্রাব পায়খানার দুর্গন্ধে চলাফেরা করা যায় না। এখানে নতুন করে একটি ওয়াশ ব্লক নির্মাণ করা দরকার। ব্যবসায়ী রুবেল বলেন, দুর্গন্ধে বাজারের দোকানপাটে বসা যায়না। আমাদের ব্যবসা করতে কষ্ট হয়। চকবাজার শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক আব্দুল হান্নান বলেন, মল-মূত্রের দুর্গন্ধে বাজারে হাঁটা যায়না। চকবাজারে একটি ওয়াশ ব্লক স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করছি। লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, চকবাজার ও বাংলাবাজারে দুইটি ওয়াসব্লকের বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে প্রকল্পটি বাতিল করা হয়েছে। নতুন কোনো বরাদ্দ আসলে এখানে ওয়াশ ব্লক নির্মাণ করা হবে। দোয়ারাবাজার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারি প্রকৌশলী বিপ্রেশ তালুকদার জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মাধ্যমে চকবাজারে একটি ইমপ্রোভ টয়লেট (ছোট ওয়াসব্লক) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই প্রজেক্টটিই বন্ধ হয়ে যাওয়ার কারণে ওয়াসব্লকটি আর হয়নি। শুধু চকবাজারই নয়, এই প্রজেক্টের মাধ্যমে যেকয়টি জেলায় ওয়াসব্লক হওয়ার কথা ছিলো সবগুলিই বাতিল হয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স