ছাত্রলীগের বিচারের দাবিতে তাহিরপুরে স্মারকলিপি প্রদান
- আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০১:৪২:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০১:৪২:১১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও সাজা নিশ্চিত করার দাবিতে তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান এবং মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন মিয়া, সদস্য সচিব আরিফুল হক রুবেল, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আইয়ুব নুর, সদস্য কবির হোসেন, আজিম প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ