সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

শিক্ষার উন্নয়নে আমাদের সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১০:২৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১০:২৭:৪৩ পূর্বাহ্ন
শিক্ষার উন্নয়নে আমাদের সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, শিক্ষা ক্ষেত্রে সুনামগঞ্জ জেলা অনেক পিছিয়ে রয়েছে। কাজেই সুনামগঞ্জ জেলার শিক্ষার উন্নয়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। কোমলমতি বাচ্চাদের লেখাপড়ায় উৎসাহী করতে হবে। ছেলেমেয়েরা লেখাপড়া করে কে কোথায় যাবে তা আমরা কেউ জানিনা। দেশের বিদ্যালয়গুলো আমাদের সকলের। সুতরাং প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ও বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দেয়ার জন্য লন্ডনপ্রবাসী আবুল আজাদকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আরও বলেন, দেশ-সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। লন্ডনপ্রবাসী গীতিকার ও নাট্যকার আবুল আজাদ, সাদকপুর প্রাথমিক বিদ্যালয়ের গেইট এবং বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তার একটি মেয়ে লন্ডনে লেখাপড়া করে ডাক্তার হচ্ছে শুনে লন্ডন প্রবাসী আবুল আজাদকে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, লন্ডনপ্রবাসী আবুল আজাদের ন্যায় সমাজের বিত্তবানরা এরকম মহতী কাজে এগিয়ে আসবেন এই আশাবাদ করি। সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক মোল্লার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস। প্রধান শিক্ষক বিপ্লব দাস ও একেএম কামরুজ্জামান মাসুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জহুর মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব। বক্তব্য রাখেন কলিম শাহ বাউল সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম এবং গীতাপাঠ করেন আলো রানী দাস। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ ড. ইলিয়াস মিয়া ও সংবর্ধিত ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী আবুল আজাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাবের হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স