সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের

১৪টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন
১৪টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২ দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) বিরোদা রাণী রায়। তিনি বলেন, শিশুদের শিক্ষায় এগিয়ে নিতে অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোনো শিশুকে মোবাইল ফোন দেয়া যাবে না। মোবাইল ফোন থেকে, টিভি থেকে অর্থাৎ ইলেট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখতে হবে। তিনি বলেন, প্রত্যেক শিশুকে নিজেকে গড়ে তোলতে নিজে নিজে শেখার সুযোগ করে দিতে হবে। সুস্থ, সবল রাখতে হাঁটাহাঁটি বা চলাফেরা করতে হবে এবং শিশুদের সাথে মিশতে শেখার সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, শিশুকে শ্রেণীকক্ষে প্রবেশের পর অভিভাবকগণ অবশ্যই দূরে থাকতে হবে। নইলে শিশুরা লেখাপড়ায় অমনোযোগী হবে। এতে সে নিজেকে ভাল পরিবেশে গড়ে তোলতে বাধার সম্মুখিন হবে। বিরোদা রাণী রায় আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের নিজে নিজে পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকা, শরীর চর্চা, শুদ্ধ উচ্চারণে কথা বলা, ভাল কাজ কর্ম বিষয়ে শিক্ষণীয় সকল প্রকার কাজে যুক্ত করা অভিভাবকদের দায়িত্ব। তিনি শিশুদের শিক্ষার অগ্রগতিতে প্রত্যেক অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জজ ও শিক্ষার্থী অভিভাবক ওয়াহিদা নাসরিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক মোল্লা। শহর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি নাসরীন আক্তার খানমের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল