সুনামগঞ্জ , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা

১৪টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন
১৪টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২ দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) বিরোদা রাণী রায়। তিনি বলেন, শিশুদের শিক্ষায় এগিয়ে নিতে অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোনো শিশুকে মোবাইল ফোন দেয়া যাবে না। মোবাইল ফোন থেকে, টিভি থেকে অর্থাৎ ইলেট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখতে হবে। তিনি বলেন, প্রত্যেক শিশুকে নিজেকে গড়ে তোলতে নিজে নিজে শেখার সুযোগ করে দিতে হবে। সুস্থ, সবল রাখতে হাঁটাহাঁটি বা চলাফেরা করতে হবে এবং শিশুদের সাথে মিশতে শেখার সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, শিশুকে শ্রেণীকক্ষে প্রবেশের পর অভিভাবকগণ অবশ্যই দূরে থাকতে হবে। নইলে শিশুরা লেখাপড়ায় অমনোযোগী হবে। এতে সে নিজেকে ভাল পরিবেশে গড়ে তোলতে বাধার সম্মুখিন হবে। বিরোদা রাণী রায় আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের নিজে নিজে পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকা, শরীর চর্চা, শুদ্ধ উচ্চারণে কথা বলা, ভাল কাজ কর্ম বিষয়ে শিক্ষণীয় সকল প্রকার কাজে যুক্ত করা অভিভাবকদের দায়িত্ব। তিনি শিশুদের শিক্ষার অগ্রগতিতে প্রত্যেক অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জজ ও শিক্ষার্থী অভিভাবক ওয়াহিদা নাসরিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক মোল্লা। শহর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি নাসরীন আক্তার খানমের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স