প্রবীণ আলেমেদ্বীন মুফতি গিয়াস উদ্দিন আর নেই
- আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৪৬:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:৪৬:৩৯ পূর্বাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী ইকড়ছই গ্রামের বাসিন্দা হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক প্রবীণ আলেমেদ্বীন মুফতি মাওলানা গিয়াস উদ্দিন (৬৫) আর নেই। তিনি বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, প্রবীণ আলেমেদ্বীন মুফতি মাওলানা গিয়াস উদ্দিনের মৃত্যুতে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ