সুনামগঞ্জ , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক নিরাপদ হবে কবে? গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধন করলেন দুই শিক্ষার্থী সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারী নিহত দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত জামালগঞ্জের ৬ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে সমালোচনা বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে : আনিসুল হক হাওরের উন্নয়নে সঠিক পরিকল্পনা চাই: সালেহিন চৌধুরী শুভ ১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত ব্রিটিশ আমলে নির্মিত সাচনা বাজারের হাসপাতাল চালুর দাবি অদম্য মেধাবী অর্পা’র স্বপ্নযাত্রা কি থেমে যাবে? গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে : প্রধান উপদেষ্টা সাগরপথে ইউরোপে যান সবচেয়ে বেশি বাংলাদেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থী’দের বিক্ষোভ জগন্নাথপুরে ৩ আসামি গ্রেফতার হাওরে পানি নেই, সংকটে কৃষি ও মৎস্য সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিভে গেল আরও এক শিক্ষার্থীর জীবন প্রদীপ খেলাধুলাই পারে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে : কয়ছর এম আহমদ

অকেজো স্লুইস গেটে ফসলডুবির আশঙ্কা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৫৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:৫৯:০১ পূর্বাহ্ন
অকেজো স্লুইস গেটে ফসলডুবির আশঙ্কা
শহীদনূর আহমেদ :: শান্তিগঞ্জের খাই হাওরে পানি নিষ্কাশন ও পানি প্রবাহ ঠিক রাখতে বহু বছর আগে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের মহাসিং নদীর পাখিমারা হাওরের সংযোগস্থলে স্লুইসগেট বা রেগুলেটর নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। প্রায় দেড় যুগের বেশি সময় ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় স্লুইসগেটটি। এতোদিন কৃষকরা স্থানীয়ভাবে স্লুইসগেটটি মেরামত করে আসলেও চলতি মৌসুমে পুরোপুরি অকেজো হয়ে পড়েছে খাই হাওরের গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি। কৃষকরা জানিয়েছেন, পাখিমারা স্লুইসগেইটের দুইটি ঢালা নষ্ট হয়ে গেছে। বিকল হয়ে গেছে ঢালা নিয়ন্ত্রণের যন্ত্র। জরুরি ভিত্তিতে স্লুইসগেটটি সংস্কার না করা হলে নদীতে পাহাড়ি পানি আসলেই ক্ষতিগ্রস্ত স্লুইসগেট দিয়ে হাওরে পানি প্রবেশ করে ফসল ডুবির ঘটনা ঘটতে পারে। এতে ক্ষতির শঙ্কায় পাখিমারা, পিঁপড়াকান্দি, খাই হাওরসহ দেখার হাওরের ফসল। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পাখিমারা স্লুইসগেটসহ পওর-২ এর অংশে ২৪টি রেগুলেটর বা স্লুইসগেট রয়েছে। এর মধ্যে ৯টি স্লুইসগেট অচল হওয়ায় তা মেরামতের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে সংস্কারের উদ্যোগ নেয়া স্লুইসগেটগুলোর মধ্যে পাখিমারা স্লুইসগেট নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রকল্প অন্তর্ভুক্তি না হওয়ার সার্ভে টিমকে দায়ি করছে কর্তৃপক্ষ। এদিকে পাখিমারা স্লুইসগেট সংস্কারে দীর্ঘদিন ধরে দাবি তুলে আসলেও প্রকল্পভুক্ত না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন খাই হাওরপাড়ের কৃষকরা। জুনেদ নামের এক বোরো চাষী বলেন, সরকার লাখ লাখ টাকা ব্যয় করে বাঁধ নির্মাণ করছে অথচ পানি প্রবেশের অন্যতম স্থান স্লুইসগেট নির্মাণের কোনো উদ্যোগ নেই। স্লুইসগেট দিয়ে যদি হাওরে পানি প্রবেশ করে তাইলে বাঁধ দিয়ে লাভ কি। ইজদানি মিয়া বলেন, একটি ফসলের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা চাই নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে। আমরা চাই এই ক্ষতিগ্রস্ত স্লুইসগেট নির্মাণে উদ্যোগ নিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাঁধ নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলন বলেন, আমরা সরেজমিনে স্লুইসগেটটি দেখছি। স্লুইসগেট পুরোপুরি ক্ষতিগ্রস্ত। অনতিবিলম্বে স্লুইসগেট মেরামতের উদ্যোগ নিতে হবে। গাফিলতিতে ফসল ডুবির ঘটনা ঘটলে এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-২) মো. ইমদাদুল হক বলেন, এবার ৯টি স্লুইসগেট মেরামতের কাজ হবে। তবে পাখিমারা স্লুইসগেটটি এর মধ্যে ছিলো না। খবর নিয়ে জানতে পেরেছি এই রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত। জরুরি তহবিলের মাধ্যমে এটি সংস্কার করার কথা জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়ক নিরাপদ হবে কবে?

সড়ক নিরাপদ হবে কবে?