স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে নয়াহালট দারুলহুদা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। সোমবার সকালে দারুলহুদা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মোঃ মহসিন কবিরের সভাপতিত্বে নয়াহালট গ্রাম সংলগ্ন খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, হাফিজিয়া আরাবীয়া সাচনা বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নয়াহালট আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা দিলোয়ার হোসেন, সমাজ কর্মী বশির আহমেদ, প্রবীন মুরব্বি আরজ আলী। এসময় আরো উপস্থিত ছিলেন আবদুল কাইযুম, সেলিম আহমদ আজির উদ্দিন গুলেনুর প্রমুখ। খেলা পরিচালনা করেন জামালগঞ্জ ক্রীড়া সংস্থার এডহক কমিটির পরিচালক ও বিশিষ্ট ক্রীড়াবিদ শামছুজ্জামান ও মাদ্রাসার শিক্ষক হাফেজ শরীফ আহমদ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
দারুলহুদা হাফিজিয়া মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন
- আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৩:৫৪:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৩:৫৯:০৭ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ