সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ১০:০১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ১০:০৮:৪২ পূর্বাহ্ন
ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে শুকদেবপুর আলিয়া মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
সোমবার সকালে মাদ্রাসা সুপারের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। তবে এই খবর পেয়ে সুপার মাহমুদুল হাসান আগেই সটকে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন যাবত শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব পালন করছেন মো. মাহমুদুল হাসান।

ভর্তি ও নিয়োগ বাণিজ্যসহ অর্থনৈতিক নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ ও সম্প্রতি মাদ্রাসার এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তীব্র নিন্দা ও পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেন এলাকার ছাত্র-জনতা।
সোমবার সকাল থেকেই সুপারের পদত্যাগের দাবিতে মাদ্রাসার ফটকের ভেতরে ঢুকতে থাকেন শিক্ষার্থী ও এলাকাবাসী। প্রায় দুপুর পর্যন্ত এই বিক্ষোভ চলে। পরে স্থানীয় মুরব্বিদের আশ্বাসে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখেন তারা।
শুকদেবপুর গ্রামের সজল আহমেদ নামে সাবেক শিক্ষার্থী জানান, বিগত প্রায় ৪ বছর পূর্বে তাকে অসামাজিক কার্যকলাপে প্রস্তাব দেন সুপার মাহমুদুল। এতে সজল রাজি হয়নি। পরে সুপার মাহমুদুল ভিকটিম সজলকে বলেন, এই কথা কাউকে জানালে তাকে চোরের মামলায় ঢুকিয়ে দিবেন বলে ভয়ভীতি দেখান সুপার মো. মাহমুদুল হাসান।
এদিকে ফেসবুকে এসআর শাহিন নামে এই প্রতিষ্ঠানের আরেক সাবেক শিক্ষার্থী তার ফেসবুকে লিখেন, আমাদের মাদ্রাসার বোডিং আছে। আমি ২ বছর যাবত বোডিংয়ে ছিলাম। তখন এই সুপারের খেদমত করতাম। দাখিল পরীক্ষার ২ মাস আগে সুপার আমাকে তাঁর রুমে ডাকেন। আমি যাওয়ার পর তিনি আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। আমি শক্তি দিয়ে তখন ছুটে আসি। আমাকে তখন তিনি বলেন বিষয়টি কাউকে জানালে তোকে পরীক্ষায় ফেল করিয়ে দিবো। পরে আমি বিষয়টি আর কাউকে জানাইনি।
এলাকার মুরুব্বি এমদাদুল হক জানান, গত কয়েকদিন আগে একটি মেয়ে শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়েছেন সুপার মাহমুদুল হাসান। এই বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় উঠে। এরপরই স্থানীয় কোনো লোকজনকে না জানিয়ে সুপার মাহমুদুল হাসান একটি সাংবাদিক সম্মেলন করেন। পরবর্তীতে ক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজনসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ সোমবার তার পদত্যাগের আন্দোলনে নামেন।
এ ব্যাপারে স্থানীয় সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সুহেল জানান, বিগত কয়েকদিন আগে সুপার মো. মাহমুদুল হাসান এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়েছেন বলে ফেসবুকে জানতে পারি। এরই ধারাবাহিকতায় আজ তার বিরুদ্ধে এই আন্দোলন। পরে কয়েক গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি বসে তদন্ত করে দেখার আশ্বাসে আন্দোলন স্থগিত করেন বিক্ষোভকারীরা।

অভিযোগের বিষয়ে জানতে মাদ্রাসার সুপার মো. মাহমুদুল হাসানের ফোনে একাধিকবার কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

​​​​​​এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, শুকদেবপুর থেকে সকালে কয়েকজন লোক আমাকে ফোন করে জানালে আমি তাদেরকে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল